প্যারিসের চুক্তি (১৭৬৩)
![]() | |
প্রেক্ষাপট | সাত বছরের যুদ্ধের সমাপ্তি (যা আমেরিকায় ফরাসী-ভারতীয় যুদ্ধ নামে পরিচিত।) |
---|---|
স্বাক্ষর | ১০ ফেব্রুয়ারি ১৭৬৩ |
স্থান | ![]() |
Negotiators | |
স্বাক্ষরকারী | |
অংশগ্রহণকারী |
|
![]() |
জায়গা বিনিময়
যুদ্ধের সময় ব্রিটেন কানাডা, গুয়াডেলুপ, সেন্ট লুসিয়া, ডমিনিক, গ্রেনাডা, সেন্ট ভিনসেন্ট, গ্রেনেডিয়া, টোবাগো, ভারোতের ফরাসী সব বন্দোর-দুর্গগুলো, গোরে, সেনেগাল, ফিলিপিন্স, কিউবা দখোল করে। ফ্রান্স সেখানে মালয়-সুমাত্রার ব্রিটিশ বন্দোরগুলো ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারেনি। স্পেন পর্তুগালের কাছ থেকে উরুগুয়ে ছিনিয়ে ন্যায়।
প্যারিসের চুক্তি ওনুযায়ী ব্রিটেন স্পেন কে কিউবা ও ফিলিপিন্স ফেরোত দ্যায়। তারা ফ্রান্স কে গুয়াডেলুপ, মাটিনিক ফেরোত দ্যায়।[3][4] বিনিময়ে ফ্রান্স কানাডা, ডমিনিক, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডা, গ্রেনেডিয়ার ওপর তার দাবি তুলে ন্যায়।[5] যুদ্ধের আগে ফরাসী শাসিত মিসিসিপি অববাহিকা/নতুন ফ্রান্স-এ জনঘনত্ব খুব কম ছিল। গোটা এলাকাটা জঙ্গলে ঢাকা ও সমুদ্র থেকে দূরে ছিল। অপোরদিকে ব্রিটিশ আমেরিকা, অ্যাপালেচিয়ান এলাকায় জনঘনত্ব খুব বেশি ছিল। ভারোতের মতো বিশাল এলাকা, আদিবাসীদের সাথে প্রায়ই যুদ্ধের কারণে শাসন করতে অসুবিধা হওয়ায় ফ্রান্স গোটা এলাকাটাই ব্রিটেন কে দান করে।[6]
স্পেন ফ্লোরিডা এলাকাটা ব্রিটেন কে দ্যায়।[4] France recognized British clients (ex. মীরজাফর) as the rulers of key ভারোতীয় রাজ্য, and pledged not to send troops to ভারোত।[7][8][9]
তথ্যসূত্র
- Marston, Daniel (২০০২)। The French–Indian War 1754–1760। Osprey Publishing। পৃষ্ঠা 84। আইএসবিএন 0-415-96838-0।
- "Wars and Battles: Treaty of Paris (1763)"। www.u-s-history.com।
In a nutshell, Britain emerged as the world's leading colonial empire.
- "The Treaty of Paris ends the French and Indian War"। www.thenagain.info।
- "The Present State of the West-Indies: Containing an Accurate Description of What Parts Are Possessed by the Several Powers in Europe"। World Digital Library। ১৭৭৮। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-৩০।
- — Article IV of the
Treaty of Paris (1763) at Wikisource -
— Article VII of the
Treaty of Paris (1763) at Wikisource - Extracts from the Treaty of Paris of 1763। A. Lovell & Co। ১৮৯২। পৃষ্ঠা 6।
- Dewar, Helen (ডিসেম্বর ২০১০)। "Canada or Guadeloupe?: French and British Perceptions of Empire, 1760–1783"। Canadian Historical Review। 91 (4): 637–660। doi:10.3138/chr.91.4.637।
- "Quelques arpents de neige".