প্যারিস চুক্তি (১২৫৯)
প্যারিস চুক্তি (যা কখনো কখনো "এ্যালবেভিল চুক্তি" নামেও পরিচিত) ৪ ডিসেম্বর ১২৫৯ সালে ফ্রান্সের রাজা নবম লুইস এবং ইংল্যান্ডের রাজা তৃতীয় হেনরী-এর মধ্যে স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়া
যদিও এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরপরই তা কার্যকর হয়[1] তবুও এই চুক্তি স্বাক্ষরের পরও দুই বিবাদমান শত্রুপক্ষ বন্ধুতে পরিনত হয়নি; বরং অধ্যাপক ম্যালকম ভেল-এর মতে, "শতবর্ষ ব্যাপী যুদ্ধ"-এর একটি পরোক্ষ কারণ ছিলো এই চুক্তিটি।
তথ্যসূত্র
- p130, Hersch Lauterpacht, "Volume 20 of International Law Reports, Cambridge University Press, 1957, আইএসবিএন ০-৫২১-৪৬৩৬৫-৩
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.