পোর্ট আর্থারের যুদ্ধ

পোর্ট আর্থারের যুদ্ধ (জাপানি: 旅順口海戦)[2] ১৯০৪ সালের ৮–৯ ফেব্রুয়ারি সংঘটিত হয় এবং এর মধ্য দিয়ে রুশ-জাপান যুদ্ধ শুরু হয়। মাঞ্চুরিয়ার পোর্ট আর্থারে অবস্থানরত রুশ নৌবহরের ওপর জাপানি নৌবাহিনীর অতর্কিত আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয় এবং পরের দিন সকালে খোলা সাগরে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। ১৯০৪ সালের মে মাস পর্যন্ত পোর্ট আর্থারের আশেপাশে ছোটোখাট সংঘর্ষ চলতে থাকে। এই খণ্ডযুদ্ধটি অমীমাংসিতভাবে শেষ হয়, যদিও শেষ পর্যন্ত রুশ-জাপান যুদ্ধে জাপানই চূড়ান্তভাবে বিজয়ী হয়।

পোর্ট আর্থারের যুদ্ধ
মূল যুদ্ধ: রুশ-জাপান যুদ্ধ

জাপানি প্রিন্ট যেটিতে একটি রুশ জাহাজের ধ্বংস হয়ে যাওয়া দেখানো হয়েছে
তারিখ৮–৯ ফেব্রুয়ারি ১৯০৪
অবস্থানপোর্ট আর্থারের সন্নিকটে, মাঞ্চুরিয়া
ফলাফল অমীমাংসিত[1]
কৌশলগত জাপানি বিজয়
যুধ্যমান পক্ষ
জাপান রাশিয়া
সেনাধিপতি
তোজো হেইহাচিরো
দেওয়া শিজেতো
নোগি মারেসুকে
অস্কার স্টার্ক
শক্তি
৬টি যুদ্ধজাহাজ
৯টি সশস্ত্র ক্রুজার (এসকর্টসহ)
৭টি যুদ্ধজাহাজ
৫টি ক্রুজার (এসকর্টসহ)
হতাহত ও ক্ষয়ক্ষতি
৯০ সৈন্য নিহত
জাহাজগুলো সামান্য ক্ষতিগ্রস্ত
১৫০ সৈন্য নিহত
৭টি জাহাজ ক্ষতিগ্রস্ত

তথ্যসূত্র

  1. Sometimes also Ryojunkōgai Kaisen (旅順港外海戦)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.