পোখরা বিশ্ববিদ্যালয়
পোখারা বিশ্ববিদ্যালয় (PU বা PoU নেপালি: पोखरा विश्वविद्यालय) ১৯৯৭ সালে নেপালের পঞ্চম বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[1][2][3] এর কেন্দ্রীয় কার্যালয়টি পশ্চিম বিকাশ অঞ্চলের কাস্কী জেলার লেকনাথ পৌরসভার পোখরায় অবস্থিত। পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চ শিক্ষায় প্রবেশের উন্নতির জন্য সরকারের নীতিমালার অংশ হিসাবে পিইউ গঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষামন্ত্রী হলেন উপ-উপাচার্য। উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসক।
![]() পোখরা বিশ্ববিদ্যালয়ের প্রধান দরজা | |
ধরন |
|
---|---|
স্থাপিত | ১৯৯৭ |
আচার্য | নেপালের প্রধানমন্ত্রী |
উপাচার্য | অধ্যাপক চিরঞ্জীবী প্রসাদ শর্মা |
শিক্ষার্থী | ৩২,০০০ |
অবস্থান | টেমপ্লেট:Location |
রঙসমূহ | |
ওয়েবসাইট | pu.edu.np |
অবস্থান
পোখারা বিশ্ববিদ্যালয়টি খুডি-ধুঙ্গিপাটনে, কাসকি জেলার পোখারা লেখনাথ পৌরসভায় অবস্থিত, যা পোখারা শহরের (পৃথ্বী মোড়) এর ১৩ কিলোমিটার পূর্বে, যেমন বিজয়পুর ব্রিজ থেকে ৮ কিলোমিটার দূরে। এটি হিমালয় পর্বতমালার মতো শিখর যেমন পর্বত মাছাপুচ্ছরে, পর্বত ধবলগিরি এবং পর্বত অন্নপূর্ণা কোলে লেকনাথের সাত হ্রদ সিটির প্রশান্ত ও মনোরম স্থানে একাডেমিক ভবন তৈরি করেছে। এছাড়াও, বেগনাস হ্রদ এবং রুপা হ্রদটি তার একাডেমিক ভবন এবং কেন্দ্রীয় অফিস থেকে হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে।
তথ্যসূত্র
- "Pokhara University Act, 2053 (1996) – Nepal Law Commission"। Nepal Law Commission। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
- "Ranking Web of Universities: More than 28000 institutions ranked"। www.webometrics.info। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
- Bajracharya, Dayananda Science and Technology in Nepal p172, Royal Nepal Academy of Science and Technology, 2001