পেরেন জেলা
পেরেন জেলা নাগাল্যান্ড-এর একদশ জেলা৷ এই জেলা পূর্বের বৃহত্তর কোহিমা জেলাকে বিভক্ত করে গঠন করা হয়েছিল৷
পেরেন জেলা | |
---|---|
জেলা | |
![]() পেরেন জেলার পরম্পরাগত একটি নৃত্য | |
![]() নাগাল্যান্ডত পেরেন জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৩১′ উত্তর ৯৩°৪৪′ পূর্ব | |
রাজ্য | নাগাল্যান্ড |
দেশ | ![]() |
আয়তন | |
• মোট | ২৩০০ কিমি২ (৯০০ বর্গমাইল) |
উচ্চতা | ১৪৪৫ মিটার (৪৭৪১ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯৪,৯৫৪ |
• জনঘনত্ব | ৪১/কিমি২ (১১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভা.মা.স. (ইউটিসি+05:30) |
আইএসও ৩১৬৬ কোড | IN-NL-PE |
ওয়েবসাইট | peren-district |
ইতিহাস
পেরেন জেলা পূর্বে কোহিমা জেলা-এর একটি মহকুমা ছিল৷ ২০০৩ সালের ২৪ অক্টোবর এই জেলাকে এক পৃথক জেলা হিসাবে স্বীকৃতি দেয়া হয়৷[1]
ভৌগোলিক অবস্থান
পেরেন জেলার পশ্চিমে আসাম-এর ডিমা হাসাও ও কার্বি আংলং জেলা ও উত্তর-পূর্ব দিকে ডিমাপুর জেলা অবস্থিত৷ এই জেলার পূর্বে কোহিমা জেলা ও দক্ষিণে মণিপুর রাজ্য৷
পেরেন জেলার সদরস্থান নিউ পেরেন (New Peren)৷ এই জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৮০০ মিটার থেকে ২৫০০ মিটার পর্যন্ত৷ পেরেন জেলার মূল শহর অঞ্চলসমূহ হল টেনিং (Tening), জালুকী (Jalukie) ও পেরেন৷
পেরেন জেলার মূল নদী ও উপনদীগুলি হল Tepuiki, Mbeiki, Ntanki, Mungleu, Tesanki, Nguiki, Nkwareu, Techauki, Ngungreu, Tahaiki ও Duilumreu (Tepuiki নদীর উপনদী)৷
পেরেন জেলার সর্বোচ্চ উচ্চতার পর্বতটি হল মাউন্ট পাউনা (Mt. Paona) যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার উচ্চতায় অবস্থিত৷ এই পর্বত নাগাল্যান্ডের তৃতীয় উচ্চতম পর্বত৷
জনসংখ্যা
২০১১ সালের জনগণনা অনুসারে পেরেন জেলার মোট জনসংখ্যা ৯৪,৯৫৪ জন।[2] মোট জনসংখ্যার দিক থেকে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬১৬৷[2] পেরেন জেলার প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯১৭ জন৷[2] এই জেলার সাক্ষরতার হার ৭৯%।[2]
পেরেন জেলার সংখ্যাগরিষ্ঠ লোক জেলিয়াং (Zeliang) ও কুকী (Kuki) উপজাতির লোক৷
জৈববৈচিত্র্য
পেরেন জেলায় ইনটাংকি জাতীয় উদ্যান অবস্থিত৷ এই উদ্যানে জেলাটির ২০২ বর্গ কিলোমিটার স্থান জুড়ে আছে৷
তথ্যসূত্র
- "District Census Handbook - Peren" (PDF)। 2011 Census of India। Directorate of Census Operations, Nagaland। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২২।
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।