পুরাতন বিশ্বের চুটকি

মাসসিকাপিডি (Muscicapidae) গোত্রের অন্তর্গত সকল পাখি পুরাতন বিশ্বের চুটকি নামে পরিচিত। পুরাতন বিশ্ব বলতে ইউরোপ, আফ্রিকাএশিয়া মহাদেশকে বোঝানো হয়েছে। এসব পাখির অধিকাংশই আকারে ছোট, পতঙ্গভূক ও বেশ ভাল গান গাইতে পারে। মাসসিকাপিডি গোত্র ও এতে অন্তর্ভুক্ত প্রজাতিগুলোর অবস্থান নিয়ে পক্ষীবিদদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে।[1]

পুরাতন বিশ্বের চুটকি
দোয়েল, Copsychus saularis
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
উপবর্গ: Passeri
পরিবার: Muscicapidae
Vigors, 1825
গণ

নিবন্ধ দেখুন

বিবরণ

চুটকিদের মধ্যে আকার ও গঠনে বেশ বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এরা আকারে ছোট বা মাঝারি; দৈর্ঘ্যে ৯ থেকে ২২ সেমি পর্যন্ত লম্বা হয়।[2] অধিকাংশ প্রজাতির দেহ রঙচঙে নয়, তবে অল্প কিছু প্রজাতির পুরুষ সদস্যদের দেহ উজ্জ্বল বর্ণের।[3] বেশিরভাগ প্রজাতির ঠোঁট প্রশস্ত ও চ্যাপ্টা যাতে পোকামাকড় ধরে খেতে সুবিধা হয়। তবে যেসব প্রজাতি মাটিতে খাদ্য খুঁজে বেড়ায় তাদের ঠোঁট চোখা।[4]

যেসব জায়গায় মোটামুটি গাছপালা আছে, সাধারণত সেসব জায়গায় পুরাতন বিশ্বের চুটকিরা নিজেদের সহজে মানিয়ে নেয়। তবে উন্মুক্ত তৃণভূমি, গ্রামীণ বন ও গ্রীষ্মমণ্ডলীয় গহীন অরণ্য এদের আদর্শ আবাসস্থল। শীতপ্রধান অঞ্চলের চুটকিরা শীতকালে দক্ষিণে খাদ্যের সন্ধানে পরিযান করে।[4]

প্রজাতিভেদে এদের প্রজনন প্রক্রিয়ায় ভিন্নতা দেখা যায়। গাছের কোটরে কিংবা বড় গাছ, ঝোপঝাড় ও পাহাড়ের খাঁজে পেয়ালার মত মজবুত বাসা বানায়। যেসব প্রজাতি কোটরে বাসা করে তারা আটটা পর্যন্ত ডিম দিতে পারে। ডালে বাসা করা প্রজাতিরা দুই থেকে পাঁচটি ডিম পাড়ে।[4]

শ্রেণীবিন্যাস

গোত্র মাসসিকাপিডি

  • উপগোত্র মাসসিকাপিনি - সাধারণ চুটকি
    • এম্পিডর্নিস
      • চাঁদিপাখি, Empidornis semipartitus
    • ব্র্যাডর্নিস - ৪টি প্রজাতি
    • মেলিনর্নিস - ৭টি প্রজাতি
    • ফ্রাজেরিয়া - ২টি প্রজাতি
    • সিগেলাস
      • Fiscal Flycatcher, Sigelus silens
    • Rhinomyias - ১১টি প্রজাতি
    • Muscicapa - ২৪টি প্রজাতি
    • Myioparus - ২টি প্রজাতি
    • হামব্লোটিয়া
      • বড় কমোরো চুটকি, Humblotia flavirostris
    • ফিসেডুলা - প্রায় ৩০টি প্রজাতি
    • অ্যান্টিপেস - ২টি প্রজাতি
    • সায়ানপ্টিলা -
      • ধলানীল চুটকি, Cyanoptila cyanomelana
    • ইউমায়াস - ৫টি প্রজাতি
    • নিলটাভা - ৬টি প্রজাতি
টিকেলের নীলচুটকি Cyornis tickelliae ভারত
    • সায়র্নিস - ১৯টি প্রজাতি
    • মাসসিকাপেলা
    • বামন চুটকি, Muscicapella hodgsoni
    • কুলিসিকাপা - ২টি প্রজাতি
দেশি রবিন Saxicoloides fulicata
  • উপগোত্র স্যাক্সিকলিনি - ফিদ্দা ও সহজাত (formerly in টুর্ডিডি)
    • Tarsiger, ঝাড়রবিন (৫টি প্রজাতি)
    • Luscinia (১১টি প্রজাতি)
    • Erithacus (৩টি প্রজাতি)
    • Heinrichia - বড় খাটোডানা
    • Brachypteryx (৪টি প্রজাতি)
    • Irania, ধলাগলা রবিন
    • Saxicola, ঝাড়ফিদ্দা ও শিলাফিদ্দা (১৪টি প্রজাতি)
    • Monticola: শিলাদামা (১৩টি প্রজাতি)
    • Pogonocichla
    • Swynnertonia
    • Stiphrornis, বনরবিন (১-৫টি প্রজাতি)
    • Xenocopsychus, অ্যাঙ্গোলা গুহাফিদ্দা
    • Saxicoloides, দেশি রবিন
    • Myiomela (৪টি প্রজাতি)
    • Cinclidium, নীলকপাল রবিন
    • Myophonus, শিষদেয়া দামা
    • Namibornis
    • Cercomela (৯টি প্রজাতি)
    • Myrmecocichla (৭টি প্রজাতি)
    • Thamnolaea, পাহাড়িফিদ্দা (২টি প্রজাতি)
    • Pinarornis, বোল্ডার ফিদ্দা
    • Sheppardia, (৯টি প্রজাতি)
    • Cossyphicula, ধলাতলা রবিন-ফিদ্দা
    • Cossypha, রবিন-ফিদ্দা (১৪টি প্রজাতি)
    • Cichladusa, তালফিদ্দা (৩টি প্রজাতি)
    • Cercotrichas, ঝাড়ফিদ্দা (১১টি প্রজাতি)
    • Copsychus, দোয়েল ও শ্যামা (৭টি প্রজাতি)
    • Phoenicurus, প্রকৃত লালগির্দি (১১টি প্রজাতি)
    • Chaimarrornis, ধলাটুপি পানগির্দি
    • Rhyacornis (২টি প্রজাতি)
    • Grandala, গ্র্যান্ডেলা
    • Enicurus, চেরালেজ (৭টি প্রজাতি)
    • Campicoloides, Buff-streaked Chat
    • Oenanthe, কানকালি (প্রায় ২০টি প্রজাতি)
    • Trichixos, লালচেলেজি শ্যামা
  • Aberrant লালগির্দি, বিতর্কিত
    • হজসনিয়াস, ধলাপেট লালগির্দি

তথ্যসূত্র

  1. Sy Montgomery। "Muscicapidae"। Encyclopaedia Britannica। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৩
  2. del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. আইএসবিএন ৮৪-৯৬৫৫৩-০৬-X.
  3. "Old World Flycatchers Muscicapidae"artfullbirds.com। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১০
  4. Perrins, C. (১৯৯১)। Forshaw, Joseph, সম্পাদক। Encyclopaedia of Animals: Birds। London: Merehurst Press। পৃষ্ঠা 194–195। আইএসবিএন 1-85391-186-0।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.