পুয়ের্তো রিকোতে ইসলাম
২০০৭ সালের পরিসংখ্যান অনুযায়ী ৫,০০০ এর অধিক সংখ্যক মুসলমান পুয়ের্তো রিকোতে বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার ০.১%।[1][2]
.jpg)
পুয়ের্তো রিকোর একটি ইসলামিক সেন্টার
প্রথম দিককার মুসলমান সম্প্রদায়ের লোকেরা ছিলেন জর্ডান ও ফিলিস্তিনের অভিবাসী যারা ১৯৫৮ থেকে ১৯৬২ সালের মাঝামাঝি সময়ে দেশটিতে এসেছিলেন।
দ্বীপটির অধিকাংশ মুসলমানই 'কাগুয়াস' শহরে বাস করেন।[3] সেখানে তারা রেস্তোরাঁ, জুয়েলারি দোকান ও কাপড়ের দোকান চালান।
প্রথমদিকে 'রিও পেদ্রাস' জেলার একটি মসজিদে দ্বীপটির মুসলমানেরা নামায আদায় করলেও দেশটির বিভিন্ন শহরে মসজিদ গড়ে উঠেছে।
তথ্যসূত্র
- Institute of Islamic Information and Education: Number of Muslims and Percentage in Puerto Rico Retrieved June 11, 2009.
- Percent Puerto Rican population that are Muslims Retrieved June 8, 2009. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জানুয়ারি ১৭, ২০০৯ তারিখে
- Muslim Minorities in the West: Visible and Invisible, By Yvonne Yazbeck Haddad, Jane I. Smith, pg. 266
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.