পুনশ্চ (১৯৬১-এর চলচ্চিত্র)
পুনশ্চ মৃনাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৬১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কণিকা মজুমদার শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনীকার আশীষ বর্মন। তার এই গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মান করা হয়। এই ছবিতে কণিকা মজুমদার প্রথম অভিনয় শুরু করেন, যদিও সত্যজিত রায় পরিচালিত তিনকন্যা তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
পুনশ্চ | |
---|---|
পরিচালক | মৃনাল সেন |
প্রযোজক | মৃনাল সেন |
রচয়িতা | আশীষ বর্মন |
চিত্রনাট্যকার | মৃনাল সেন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | শৈলজা চ্যাটার্জি |
মুক্তি | ১৫ সেপ্টেম্বর ১৯৬১ (কলকাতা) |
দৈর্ঘ্য | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ছবিটি সেরা বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে।[1]
অভিনয়ে
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- কণিকা মজুমদার
- পাহাড়ি স্যানাল
- কালী ব্যানার্জী
- শেফালী ব্যানার্জী
- এন বিশ্বনাথন
তথ্যসূত্র
- "Mrinal Sen :: Punascha"। mrinalsen.org। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৪।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পুনশ্চ (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.