পীয়া রায় চৌধুরী
পীয়া রায় চৌধুরী একজন ভারতীয় অভিনেত্রী। ১৯৯৯ সালে জি টিভি-তে হিপ হিপ হুররে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টিভি পর্দায় তার অভিষেক ঘটে।[1] ২০০৩ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত ভুত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে অভিষেক ঘটান। পরবর্তীতে তিনি চুপকে সে (২০০৩), ব্রাইড এ্যন্ড প্রেজুডিস (২০০৪), বাস্তু সুত্র (২০০৪), মাই ব্রাদার... নিখিল (২০০৫), দ্য বঙ্ কানেকশন (২০০৬) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন।
পীয়া রায় চৌধুরী | |
---|---|
![]() একটি প্রচারণা অনুষ্ঠানে পীয়া | |
জন্ম | পীয়া রায় চৌধুরী |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৯৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শায়ান মুন্সি (২০০৫-২০১০) |
প্রাথমিক জীবন
তিনি মুম্বইয়ের বান্দ্রায় ন্যাশনাল কলেজে অধ্যয়ন করছেন।[1]
ব্যক্তিগত জীবন
পীয়া ডিসেম্বর ২০০৫ সালে অভিনেতা শায়ান মুন্সিকে বিয়ে করেন।[2] পরবর্তীতে জেসিকা লাল বিতর্কের কারণে তাদের সম্পর্কের অবসান ঘটে।[3]
চলচ্চিত্রতালিকা
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯৯৯ | হিপ হিপ হুররে | কিরণ | টিভি ধারাবাহিক[4] |
২০০৩ | ভুত | পীয়া | [4] |
ডারনা মানা হ্যায় | [4] | ||
চুপকে সে | [4] | ||
২০০৪ | ব্রাইড এ্যন্ড প্রেজুডিস | লাখি বাকশি | [4] |
বাস্তু সুত্র | রাধিকা | [4] | |
২০০৫ | মাই ব্রাদার... নিখিল | ক্যাথারিন | [4] |
হোম ডেলিভারি | রম্ভা | [4] | |
২০০৬ | দ্য ট্রাক অব ড্রিম | [4] | |
দ্য বঙ্ কানেকশন | রিতা | [4] | |
আরও দেখুন
তথ্যসূত্র
- "পীয়া রায় চৌধুরী জীবনী"। movies.com। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১৪।
- "Nobody objected to our marriage: Peeya Rai Chaudhary"। santabanta.com। মার্চ ৮, ২০০৬। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১৪।
- কুনাল এম শাহ (ডিসেম্বর ৯, ২০১০)। "Shayan Munshi splits with wife"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১৪।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পীয়া রায় চৌধুরী
(ইংরেজি)
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পীয়া রায় চৌধুরী (ইংরেজি)
- রটেন টম্যাটোসে পীয়া রায় চৌধুরী (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.