পিস টিভি আলবেনীয়

পিস টিভি আলবেনীয় (আলবেনীয়: Peace TV Shqip) হল আলবেনিয়ার প্রথম টিভি চ্যানেল যেটি ইসলামের বিধেয় ও ব্যাখ্যা বিশ্লেষণের জন্য স্বতন্ত্রভাবে নিবেদিত হয়েছে। চ্যানেলটি প্রিস্টিনা (কসভো) থেকে বিখ্যাত ইসলামি চ্যানেল পিস টিভির পূর্ণ অনুমতিস্বাপেক্ষে একই নামানুসারে সম্প্রচারিত হচ্ছে। পিস টিভি আলবেনীয় স্যাটেলাইট ও ইন্টারনেট উভয় মাধ্যমে প্রতিদিন ১২ ঘন্টাব্যাপী সম্প্রচারিত হয়।

পিস টিভি আলবেনীয়
পিস টিভি আলবেনীয়
ধরণধর্মীয়
নির্মাতাইনিস রমা
পরিচালকআলবুনিয়ন-মিডিয়া
উদ্বোধনী সঙ্গীতআলবুনিয়ন-মিডিয়া
প্রস্তুতকারক দেশকসোভো
মূল ভাষাআলবেনীয়
নির্মাণ
অবস্থানপ্রিসটীনা, কসোভো
ব্যাপ্তিকাল১৬ ঘন্টা (০৭:০০ - ২৩:০০)
সম্প্রচার
মূল প্রদর্শনীআগস্ট ৫, ২০০৯ – জুন ১৮, ২০১৩
বহিঃসংযোগ
ওয়েবসাইট

তথ্যসূত্র

    বহিসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.