পিনাজ মাসানি

পিনাজ মাসানি (হিন্দি:पीनाज मसानी) একজন ভারতীয় গজল গায়িকা যিনি ১৯৮১ সাল থেকে গাইছেন ও ২০টির অধিক অ্যালবাম করেছেন।[1]

পিনাজ মাসানি
সেপ্টেম্বর ২০১৬ তে ভোপালের রবীন্দ্র ভবনে শাম-এ-ফিরদৌস অনুষ্ঠানে
পেশাগায়িকা, নর্তকী
কার্যকাল(১৯৮১ - বর্তমান)

সংগীতজীবনে উনি অনেক পুরষ্কার পেয়েছেন যার মধ্যে অন্যতম ১৯৯৬ সালে উত্তর প্রদেশ সরকার দ্বারা প্রদত্ত শেহজাদী তরুন্নাম ও ২০০২ সালে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য কলাকার পুরষ্কার। [2]

তথ্যসূত্র

  1. "Penaz Masani"। ৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
  2. "Awardees by year"। ১১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.