পিটারহোফ, শিমলা
পিটারহোফ শিমলায় অবস্থিত একটি ভবন ছিল যা ব্রিটিশ রাজ সময়কালে কমপক্ষে সাতজন ভারতীয় ভাইসরয়য় ও গভর্নর-জেনারেলদের বাসভবন ছিল। এটি আদর্শ রাজকীয় ধাঁচে - পূর্ণ কাষ্ঠ ফ্রেম ও কাষ্ঠ ফ্রেমের ছাঁচে নির্মিত হয়েছিল।
পিটারহোফ | |
---|---|
![]() ২০১০ সাল অনুযায়ী পিটারহোফ | |
![]() ![]() ভারতের হিমাচল প্রদেশে অবস্থান | |
প্রাক্তন নাম | রাজ ভবন, শিমলা |
সাধারণ তথ্য | |
শহর | শিমলা |
স্থানাঙ্ক | ৩১.০৮৯১৭৮° উত্তর ৭৭.১৭৯৮৮৬° পূর্ব |
সংস্কারণ করা হয়েছে | ১৯৯১ |
এর প্রথম বাসিন্দা ছিলেন জেমস ব্রুস, ৮ম আর্ল অফ এলিগন, যিনি ১৮৬৩ সালে ভবনটিতে উঠেন।[1]
ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার পর, ভবনটি পাঞ্জাব উচ্চ আদালত হিসেবে ব্যবহৃত হয়েছে। পিটারহোফে অবস্থিত এই স্থানে নাথুরাম গডসে, যে মহাত্মা গান্ধীকে হত্যা করে, তার বিচারকার্য ১৯৪৮-৪৯ সংগঠিত হয়।[2] ১৯৭১ সালে, যখন হিমাচলের পূর্ণাঙ্গ প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে, তখন পিটারহোফ রাজভবন (রাজ্যপালদের বাসভবন) হিসেবে ব্যবহৃত হত।[3]
১৯৮১ সালের ১২ জানুয়ারি রাত্রিবেলা একটি অগ্নিকান্ডে ভবনটি ক্ষতিগ্রস্থ হয়।[3] ফলে, রাজভবনটিকে সরিয়ে ব্যারেন্স আদালত ভবনে নিয়ে আসা হয়। ১৯৯১ সালে পিটারহোফকে নতুন ডিজাইনে পুনঃনির্মাণ করে একটি বিলাসবহুল হোটেলে রূপ দেয়া হয়। এর ৩৪টি কক্ষ রয়েছে।[4]
তথ্যসূত্র
- Indus Publishing Company (১ মার্চ ১৯৯৮)। Gazetteer Of the Simla District 1904। Indus Publishing। পৃষ্ঠা 120। আইএসবিএন 978-81-7387-068-2। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১২।
- Heritage holidays। Outlook। ২০০৪। পৃষ্ঠা 62। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১২।
- Peterhoff (Old Raj Bhavan At Chauramaidan), Governor House, Himachal Pradesh
- "Nathuram Godse was tried at Peterhoff Shimla in Gandhi Murder Case"। IANS। Biharprabha News। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৪।