পিউপা

পিউপা (লাতিন: pupa মানে পুতুল, বহুবচন: pupae or pupas) বা মূককীট বা গুটিপোকা হল রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া কতিপয় পতঙ্গের জীবনের একটি দশা। পিউপা দশা কেবলমাত্র হলোমেটাবোলাস পতঙ্গকে পাওয়া যায়, অর্থাৎ যারা সম্পূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যায় এবং যাদের জীবনের মূলত চারটি দশা রয়েছে: ভ্রুণ, শূককীট, পিউপা ও ইমাগো বা সমঙ্গ।[1]

চেতোনিয়া অরাটা নামের রৌজ শেফার গুবরেপোকার পিউপা
মশার পিউপা

বিভিন্ন গোষ্ঠীর পতঙ্গের পিউপাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন প্রজাপতির পিউপা হল ক্রিসালিস এবং মশা গোত্রের পিউপা হল টাম্বলার। পিউপা অনেক সময় অন্য আরেকটি কাঠামোর ভেতরে আবদ্ধ থাকতে পারে যেগুলোকে কোকুন, নেস্ট বা শেল বলা হয়।[2]

গ্যালারি

তথ্যসূত্র

  1. Gullan, PJ and PS Cranston (২০০৪), "The insects: an outline of entomology", উইলি-ব্ল্যাকওয়েল, ৩য় সংস্করণ, পৃঃ ১৯৮-১৯৯
  2. Borror, D. J.; DeLong, Dwight M.; Triplehorn, Charles A. (২০০৪)। Introduction to the Study of Insects (৬ষ্ঠ সংস্করণ)। নিউ ইয়র্ক: হল্ট, রাইনহার্ট এন্ড উইনস্টন। আইএসবিএন 0-03-096835-6।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.