পাললিক শিলা

পাললিক শিলা বা SEDIMENTARY ROCK

আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন–––নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা (SEDIMENTARY ROCK)।

পাললিক শিলার বৈশিষ্ট্য

1. এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়।

2.একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়।

3. এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়।

4. এই শিলার প্রবেশ্যতা খুব বেশি।

5.ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়।

6.কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা।

7. কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম।

8. দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না।

পাললিক শিলার অপরিহার্যতা

প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ-আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কান্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায়। উপরীস্তরের প্রবল চাপ ও ভূগর্ভস্থ প্রচণ্ড তাপের ফলে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন ও বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। খনিজ তেলের উপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র সছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।

উদাহরণ

যেমন–––চুনাপাথর, বেলেপাথর, কাদাপাথর ইত্যাদি।

বিস্তার

এই শিলা ভূ-ত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ।

অর্থ

পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ SEDIMENTARY ROCK যা ল্যাটিন শব্দ 'SEDIMENTUM' থেকে এসেছে যার অর্থ হলো 'অধঃক্ষেপন'। পাললিক শিলা কথাটি এসেছে 'পলি' বা 'পলল' থেকে।

প্রকারভেদ

#পলির গঠন অনুসারে––––

1. যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা (MECHANICALLY FORMED SEDIMENTARY ROCK)। উদাহরণ- কংগ্লোমারেট, ব্রেকসিয়া, গ্রেওয়েক বেলেপাথর, কাদাপাথর, শেল, কোয়ার্টজ বেলেপাথর ইত্যাদি।

2. রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা (CHEMICALLY FORMED SEDIMENTARY ROCKS)। উদাহরণ- ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম ইত্যাদি।

3. জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা (ORGANICALLY FORMED SEDIMENTARY ROCK)। উদাহরণ- কয়লা, চুনাপাথর ইত্যাদি।

*যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা তিন প্রকার। যথা––––

1. প্রস্তরময়। উদাহরণ - কংগ্লোমারেট, ব্রেকসিয়া ইত্যাদি।

2. বালুকাময়। উদাহরণ - গ্রেওয়েক বেলেপাথর, কোয়ার্টজ বেলেপাথর ইত্যাদি।

3. কর্দমময়। উদাহরণ- ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম ইত্যাদি।

#পলির উৎপত্তি অনুসারে––––

1. সংঘাত শিলা (CLASTIC ROCK)। উদাহরণ- বেলেপাথর, কাদাপাথর ইত্যাদি।

2. অসংঘাত শিলা (NON-CLASTIC ROCK)। উদাহরণ- জিপসাম, চক, ডলোমাইট ইত্যাদি।

শিলাতেল

পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় ফোরামিনিফেরা (FORAMINIFERA) নামক এক প্রকার অতি ক্ষুদ্র কীট পাললিক শিলাস্তরের মধ্যে চাপা পড়ে যায়। শিলাস্তরের চাপে এবং অভ্যন্তরীণ উত্তাপে তাদের দেহ নিঃসৃত নির্যাস নানা প্রকার কার্বন ও হাইড্রোজেনের দ্রবণে পরিণত হয় এবং পেট্রোলিয়াম সৃষ্টি করে। তাই কেবলমাত্র সচ্ছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল পাওয়া যায় এবং তাই খনিজ তেল বা পেট্রোলিয়াম কে শিলাতেল বলে।

তথ্যসূত্র

তথ্যসূত্র গুলি নিম্নরূপ–––––––––––––––––চুনাপাথর, শেল, কয়লা, কংগ্লোমারেট, ব্রেকসিয়া, গ্রেওয়েক বেলেপাথর, ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম, সংঘাত শিলা বা CLASTIC ROCK,বেলেপাথর, কাদাপাথর, অসংঘাত শিলা বা NON-CLASTIC ROCK, চক, FORAMINIFERA, খনিজ তেল, পেট্রোলিয়াম, ওশিলাতেল

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.