পারথালে পারাভাসাম

পারথালে পারাভাসাম (তামিল: பார்த்தாலே பரவசம்; বাংলা: পরমানন্দ, শুধু দেখে যাচ্ছি) হচ্ছে ২০০১ আসলে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। কৈলাস বলচন্দ যিনি ছিলেন তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান পরিচালক এই চলচ্চিত্রটির পরিচালনা করেছিলেন এবং এটি ছিলো তার বানানো ১০০তম চলচ্চিত্র।[1] কৈলাস বলচন্দের নিজেরই প্রযোজনা প্রতিষ্ঠান কবিতালয় প্রোডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিলো। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকা ছিলেন মাধবন এবং সিমরান, এছাড়াও স্নেহা, রাঘব লরেন্স, বিবেক এবং বালি ছিলেন। এ আর রহমান ছিলেন চলচ্চিত্রটির গানগুলোর সুরকার এবং গীতিকার ছিলেন বালি এবং না. মুথুকুমার এবং বৈরামুথু[2]

পারথালে পারাভাসাম
পরিচালককৈলাস বলচন্দ
প্রযোজকপুষ্প কন্দস্বামী
রচয়িতাকৈলাস বলচন্দ
গোপু-বাবু (সংলাপ)
শ্রেষ্ঠাংশেমাধবন
সিমরান
রাঘব লরেন্স
স্নেহা
সুরকারএ আর রহমান
চিত্রগ্রাহকএ ভেঙ্কটেশ
সম্পাদকসুরেশ উরশ
প্রযোজনা
কোম্পানি
কবিতালয় প্রোডাকশন্স
মুক্তি১৪ নভেম্বর ২০০১
দেশভারত
ভাষাতামিল

২০০১ সালের ১৪ই নভেম্বর মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো।[3]

অভিনয়ে

তথ্যসূত্র

  1. A feast of films. The Hindu. Retrieved 9 November 2001
  2. "rediff.com, Movies:The Rediff Review: Paarthale Paravasam"। Rediff.com। ২০০১-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৬
  3. "One hundred not out"The Hindu। Chennai, India। ২৪ ফেব্রুয়ারি ২০০৬।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.