পারথালে পারাভাসাম
পারথালে পারাভাসাম (তামিল: பார்த்தாலே பரவசம்; বাংলা: পরমানন্দ, শুধু দেখে যাচ্ছি) হচ্ছে ২০০১ আসলে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। কৈলাস বলচন্দ যিনি ছিলেন তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান পরিচালক এই চলচ্চিত্রটির পরিচালনা করেছিলেন এবং এটি ছিলো তার বানানো ১০০তম চলচ্চিত্র।[1] কৈলাস বলচন্দের নিজেরই প্রযোজনা প্রতিষ্ঠান কবিতালয় প্রোডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিলো। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকা ছিলেন মাধবন এবং সিমরান, এছাড়াও স্নেহা, রাঘব লরেন্স, বিবেক এবং বালি ছিলেন। এ আর রহমান ছিলেন চলচ্চিত্রটির গানগুলোর সুরকার এবং গীতিকার ছিলেন বালি এবং না. মুথুকুমার এবং বৈরামুথু।[2]
পারথালে পারাভাসাম | |
---|---|
![]() | |
পরিচালক | কৈলাস বলচন্দ |
প্রযোজক | পুষ্প কন্দস্বামী |
রচয়িতা | কৈলাস বলচন্দ গোপু-বাবু (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | মাধবন সিমরান রাঘব লরেন্স স্নেহা |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | এ ভেঙ্কটেশ |
সম্পাদক | সুরেশ উরশ |
প্রযোজনা কোম্পানি | কবিতালয় প্রোডাকশন্স |
মুক্তি | ১৪ নভেম্বর ২০০১ |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
২০০১ সালের ১৪ই নভেম্বর মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো।[3]
অভিনয়ে
- মাধবন - মাধব
- সিমরান - সিমি
- রাঘব লরেন্স - আড়াগু
- স্নেহা - চেল্লা
- বালি - বালা
- বিবেক - কুমার
তথ্যসূত্র
- A feast of films. The Hindu. Retrieved 9 November 2001
- "rediff.com, Movies:The Rediff Review: Paarthale Paravasam"। Rediff.com। ২০০১-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৬।
- "One hundred not out"। The Hindu। Chennai, India। ২৪ ফেব্রুয়ারি ২০০৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.