পাত্রিক ভিয়েইরা

পাত্রিক ভিয়েইরা একজন ফরাসি ফুটবলার। বর্তমানে ইতালীয় সেরি আ ফুটবল লীগে ইন্টারনাসিওনালে ক্লাবের হয়ে খেলছেন।

পাত্রিক ভিয়েইরা
ভিয়েইরা, ২০০৯ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাত্রিক ভিয়েইরা[1]
জন্ম (1976-06-23) ২৩ জুন ১৯৭৬
জন্ম স্থান ডাকার, সেনেগাল
উচ্চতা ১.৯৩ মি (৬ ফু ৪ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান Midfielder
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব Manchester City Reserves (manager)
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
1984–1986 FC Trappes
1986–1991 FC Drouais
1991–1993 Tours
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
1994–1996 Cannes 49 (2)
1996 Milan 2 (0)
1996–2005 Arsenal 279 (29)
2005–2006 Juventus 31 (5)
2006–2010 Internazionale 67 (6)
2010–2011 Manchester City 28 (3)
মোট 456 (45)
জাতীয় দল
1995–1996 France U21 7 (0)
1997–2009 France 107 (6)
দলসমূহ পরিচালিত
2011–2013 Manchester City (F. D. E.)
2013– Manchester City Reserves
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

তথ্যসূত্র

  1. "FIFA World Cup Germany 2006: List of Players" (PDF)। FIFA। ১১ মে ২০১০। পৃষ্ঠা 11। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪
  2. "Player Profile: Patrick Vieira"। Premier League। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.