পাতিলেবু
পাতিলেবু একরকমের ফল । পাতিলেবু গাছে কাঁটা থাকে । এই ফল খেতে অত্যন্ত টক তাই এই ফল সরাসরি খাওয়া হয় না । এটা সরবত করে অথবা ভাতের পাতে ভাতে মেখে খাওয়া হয়। পাতি লেবুর পাতা ও রস মিশিয়ে চা বানানো হয়। এই চা অত্যন্ত মজাদার ও সুঘ্রাণযুক্ত হয়। পাতিলেবুর গাছ বিরুত জাতীয় উদ্ভিদ। এর ফুল্গুলো সাদা রঙের হয়ে থাকে। গ্রীষ্মের গরমে পাতিলেবুর শরবত অত্ত্ন্ত প্রশান্তিদায়ক।
পাতিলেবু (Citrus limon) | |
---|---|
![]() | |
পাতিলেবুর ভিতর এবং বাইরের দিক | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
(শ্রেণীবিহীন): | Angiosperms |
(শ্রেণীবিহীন): | Eudicots |
(শ্রেণীবিহীন): | Rosids |
বর্গ: | Sapindales |
পরিবার: | Rutaceae |
গণ: | Citrus |
প্রজাতি: | C. × limon |
দ্বিপদী নাম | |
Citrus × limon, often given as C. limon (L.) Burm.f. | |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.