পাতরাইল মসজিদ

পাতরাইল মসজিদ বা মজলিশ আউলিয়া মসজিদ বাংলাদেশের ফরিদপুর জেলার পাতরাইলে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।[1][2]

পাতরাইল মসজিদ বা মজলিশ আউলিয়া মসজিদ
অবস্থান পাতরাইল, বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৫শ শতাব্দী
স্থাপত্য তথ্য
নির্মাতা মজলিশ আব্দুল্লাহ খান আউলিয়া
ধরণ হুসেইন শাহ্‌
আবৃত স্থান ২১.৭৯ মি X ৮.৬০ (ভেতর)
গম্বুজ ১০
মিনার

নির্মাণ কাল

প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান জামে মসজিদ যা ১৩৯৩ হতে ১৪১০ খ্রিঃ মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। এ ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পাশে চির নিন্দ্রায় শায়িত আছেন মহান আউলিয়া মজলিস আউলিয়া খান। মসজিদের আঙ্গিনায় আছে মস্তান দরবেশ নাজিমদ্দিন দেওয়ানের মাজার। আউলিয়া খানের মাজারের দক্ষিণ পাশে আছে ফকির ছলিমদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতি আছে যে, অত্র এলাকায় প্রজাদের পানীয় জলের সমস্যা নিরসনকল্পে ও ইবাদতের জন্য মসজিদের পার্শ্বেই ৩২.১৫ একর জমির উপর একটি দীঘি খনন করেন। বর্তমানে এটি ভাঙ্গা উপজেলাধীন পাতরাইল দীঘিরপাড় আউলিয়া মসজিদ নামে সুপরিচিত। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন আছে।[3][4][1][5]

বর্ণনা

মসজিদটি আয়তাকার বহু-গম্বুজ বিশিষ্ট। এর নকশা এবং স্থাপত্য শৈলী রাজশাহীর বাঘা মসজিদ এর মত। পঞ্চভূজ খিলান বিশিষ্ট মূল প্রবেশদ্বারটি পূর্বদিকে।[6][7]

তথ্যসূত্র

  1. "Faridpur Upazilla"Bangladesh National Portal
  2. Hasan, Perween (২০০৭)। Sultans and Mosques: The Early Muslim Architecture of Bangladesh। I.B. Tauris। পৃষ্ঠা 165। আইএসবিএন 978-1-84511-381-0।
  3. http://tour.khujbo.com/faridpur-district-information/
  4. http://www.greaterfaridpur.info/index.php?option=content&value=32
  5. http://en.banglapedia.org/index.php?title=Bhanga_Upazila
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.