পাটিগণিতের মৌলিক উপপাদ্য
সংখ্যাতত্ত্বে পাটিগণিতের মৌলিক উপপাদ্য, (অনন্য উৎপাদকে বিশ্লেষণ উপপাদ্য কিংবা অনন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ উপপাদ্যও বলা হয়) অনুযায়ী 1 এর চেয়ে বড় প্রত্যেকটি পূর্ণ সংখ্যা[3] হয় নিজে একটি মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা সমূহের গুণফল রূপে প্রকাশ করা যায় এবং, অধিকন্তু, এই উপস্থাপনটি উৎপাদক সমূহের ক্রম কে উপেক্ষা করলে অনন্য হয়।[4][5][6] উদাহরণস্বরূপ,
- 1200 = 24 × 31 × 52 = 2 × 2 × 2 × 2 × 3 × 5 × 5 = 5 × 2 × 5 × 2 × 3 × 2 × 2 = ...
এই উপপাদ্যটি এই উদাহরণ এর জন্য দুটি বিষয় বিবৃত করে :প্রথমত, 1200 কে একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যেতে পারে এবং দ্বিতীয়ত, যেভাবেই এটি করা হোক না কেন এতে অবশ্যই ঠিক চারটি 2 , একটি 3, দুটি 5 থাকবে এবং অন্য কোন মৌলিক সংখ্যা এই গুণফলে থাকবে না।
এক্ষেত্রে উৎপাদকগুলো মৌলিক সংখ্যা হওয়া জরুরী; যৌগিক সংখ্যাসমৃদ্ধ উৎপাদকে বিশ্লেষণ অনন্য নাও হতে পারে (যেমন., 12 = 2 × 6 = 3 × 4).
এই উপপাদ্যটি ১ কে মৌলিক না বিবেচনা করার একটি প্রধান কারণ: যদি ১ মৌলিক সংখ্যা হত, তবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ অনন্য হত না; উদাহরণস্বরূপ, 2 = 2 × 1 = 2 × 1 × 1 = ...।
তথ্যসূত্র
- Gauss & Clarke (1986, Art. 16)
- Gauss & Clarke (1986, Art. 131)
- ফাঁকা গুণফল নীতি ব্যবহার করলে 1 সংখ্যাটিকে বাদ দেয়ার প্রয়োজন পড়ে না এবং উপপাদ্য টি কে এভাবে বিবৃত করা যায় যে, প্রত্যেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ রয়েছে
- Long (1972, p. 44)
- Pettofrezzo & Byrkit (1970, p. 53)
- Hardy & Wright (2008, Thm 2)