পাকিস্তান মিডিয়া পুরস্কার

পাকিস্তান মিডিয়া পুরস্কার সংক্ষেপে দি পিএমএ (English: The PMA) হিসেবে পরিচিত।এটি মূলত বেতার, টেলিভিশন, চলচ্চিত্রনাটকে ভালো কাজের জন্য দেয়া হয়ে থাকে। এর পুরস্কার হিসেবে মূলত যে প্রতিমূর্তি প্রদান করার হয় তাতে একজন বীরের বুকে তারকা দেখা যায়। এটি প্রতি বছর আয়োজনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। পাকিস্তানে পুরস্কারকে মিডিয়ার বড় পদক হিসেবে ধরা হয়।

পাকিস্তান মিডিয়া পুরস্কার
চিত্র:পাকিস্তান মিডিয়া এওয়ার্ডস.png
পাকিস্তান মিডিয়া পুরস্কারের প্রতিমূর্তি
পুরষ্কারের কারণচলচ্চিত্র, টেলিভিশন, রেডিও, মঞ্চনাটক, সাংবাদিকতায় অবদানের জন্য
দেশপাকিস্তান
প্রথম পুরস্কৃত২০১০
ওয়েবসাইটwww.pakistanmediaaward.com

২০১০ সালে প্রথম পাকিস্তান মিডিয়া পুরস্কার প্রদান করা হয়।[1]

পুরস্কারসমূহ

চলচ্চিত্রের বিভাগ

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ পরিচালক
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী

তথ্যসূত্র

  1. "The PMA 2010"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.