পল্লব লিপি

পল্লব লিপি ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত হয়েছে। এটি দক্ষিণ ভারতের পল্লব রাজবংশে বিকাশলাভ করে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে।

পল্লব
ধরন
আবুগিদা
ভাষাসমূহতামিল, তেলেগু, প্রাকৃত, সংস্কৃত
সময় কাল
খ্রিস্টপূর্ব ৯ম শতক থেকে ৬ষ্ঠ শতক
উদ্ভবের পদ্ধতি
ব্রাহ্মী লিপি
  • দক্ষিণ ব্রাহ্মী
    • পল্লব
বংশধর পদ্ধতি
গ্রন্থ লিপি
সহোদ পদ্ধতি
বাত্তেলুতু লিপি

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন লিপি যেমন গ্রন্থ, জাভানি, কাবি, বায়বাবিন, মন, বার্মিজ, খেমর, তাই থাম, থাই, লাও ও নতুন তাই ল্যু বর্ণমালাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পল্লব লিপি থেকেই উৎপন্ন হয়েছে।

গঠন

এখানে যে গঠন তুলে ধরা হয়েছে সেটি খ্রিস্টপূর্ব ৭ম শতকের প্রচলিত লিপিকে কেন্দ্রিক। *চিহ্নিত বর্ণগুলোর সঠিক উচ্চারণ অজানা। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেভাবে ব্যহৃত হয় সেভাবেই প্রকাশ করা হয়েছে। (ছকে লিপির ছবিগুলো স্কাইনোলেজ.কম এ প্রদর্শিত ছবির অনুরূপ)

ব্যঞ্জনবর্ণ

প্রতিটি ব্যঞ্জনবর্ণে 'অ' ধ্বনিটি জোড়া থাকে সহজাতভাবেই যাতে কোন স্বরবর্ণের চিহ্ণ ব্যবহৃত নাহলে উচ্চারিত হয়। যদি দুটি ব্যঞ্জনবর্ণ পরপর স্বরবর্ণ ছাড়াই ব্যবহৃত হয় তবে প্রথমটি উপরে থাকবে এবং দ্বিতীয়টি নিচে থাকবে। এই অবস্থায় একে সংযুক্ত বর্ণ বলে।

ka kha ga gha ṅa ca cha ja jha* ña ṭa ṭha* ḍa ḍha* ṇa ta tha
da dha na pa pha ba bha ma ya ra la va śa ṣa sa ha

স্বাধীন স্বরবর্ণ

a aa i ii u e o ai* au*

পুস্তকবিবরণী

  • Sivaramamurti, C, ভারতীয় উত্কীর্ণলিপি ও দক্ষিণভারতীয় লিপি। মাদ্রাজ সরকারি যাদুঘরের বুলেটিন। চেন্নাই ১৯৯৯

References

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.