পরাগ তেয়াগী

পরাগ তেয়াগী হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি জি টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিশতায় অর্চনার ভাইয়ের চরিত্রে অভিনয় করে অধিক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি তার স্ত্রী শেফালী জরীওয়ালার সাথে নাচ বলিয়ের ৭ম আসরে প্রতিযোগিতা করেছেন। তিনি ব্রহ্মরাক্ষসে অভিনয় করেছেন। এছাড়াও তিনি সরকার ৩-এ রমন গুরুর চরিত্রে অভিনয় করেছেন।

পরাগ তেয়াগী
पराग त्यागी
জন্ম
পরাগ তেয়াগী

(1975-11-27) ২৭ নভেম্বর ১৯৭৫
জাতীয়তা ভারতীয়
যেখানের শিক্ষার্থীতুলসী রাম মহেশ্বরী পাবলিক স্কুল
পেশাঅভিনেতা
কার্যকাল২০০৮–বর্তমান
পরিচিতির কারণপবিত্র রিশতা
উচ্চতা1.80 m
দাম্পত্য সঙ্গীশেফালী জরীওয়ালা (বি. ২০১৪)
পিতা-মাতা
  • রাজেশ্বর দায়াল তেয়াগী (পিতা)

ক্যারিয়ার

পরাগ পবিত্র রিশতায় অর্চনার ভাই বিনোদের চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে জোধা আকবরে মির্জা শরীফুদ্দীনের চরিত্রে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি এবং তার সেসময়ের বান্ধবী শেফালী জরীওয়ালা নাচ বলিয়ের ৫ম আসরে প্রতিযোগিতা করেন। পরবর্তীতে ২০১৫ সালে, তারা উভয়ে নাচ বলিয়ের ৭ম আসরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। ২০১৬ সালে, তিনি জি টিভিতে সম্প্রচারিত ব্রহ্মরাক্ষসে অভিনয় করেন। ২০১৮ সালে, তিনি পবন কল্যাণের চলচ্চিত্র অগ্ন্যাথবাসীতে প্রধান অতি দুর্বৃত্ত লোকের চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্র

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা নোট উল্লেখ
২০০৮এ ওয়েডনেসডে!আকাশ (পুলিশ কর্মকর্তা)হিন্দি[1]
২০১৭সরকার ৩রমন গুরু
২০১৮অগ্ন্যাথবাসীপরাগতেলুগু

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র সহ-অভিনেতা চ্যানেল উল্লেখ
২০০৯–১৩পবিত্র রিশতাবিনোদ করঞ্জকরস্বতি আনন্দজি টিভি
২০১২–১৩নাচ বলিয়ে ৫স্বভূমিকাশেফালী জরীওয়ালাস্টার প্লাস
২০১৩জোধা আকবরমির্জা শরীফুদ্দীনপরিধি শর্মা, অশ্বিনী কলসেকর, রজত টকাসজি টিভি
২০১৫–১৬কলসঅভয় দেওললাইফ ওকে
২০১৫নাচ বলিয়ে ৭স্বভূমিকাশেফালী জরীওয়ালাস্টার প্লাস[2]
২০১৫পেয়ার কো হো জানে দোকুকু খুরানাপুষ্টি শক্তিসনি টিভি
২০১৬–১৭ব্রহ্মরাক্ষসব্রহ্মরাক্ষস/ঠাকুর সঞ্জয়ক্রিস্টল ডি'সুজা, কিশ্বর মার্চেন্ট, অহম শর্মা, করণ সিং ছাবরাজি টিভি
২০১৭কালা টিকাঠাকুরসিমরন পারীঞ্জা, সুকির্তি কান্দপাল, করণ শর্মা

তথ্যসূত্র

  1. "A Wednesday (2008) - Full Cast & Crew"IMDb। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৫
  2. "Nach Baliye 7 Wild Card entry: Shefali Zariwala-Parag Tyagi and Mayuresh Wadkar- Ajisha Shah to join the contestants"BollywoodLife.com। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৫


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.