ন্যাশনাল পিপলস কংগ্রেস

ন্যাশনাল পিপলস কংগ্রেস হল গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ কক্ষ। ২০১৮ খ্রিস্টাব্দে ২৯৮০ জন প্রতিনিধি নিয়ে গঠিত এই সংসদ হল পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন (ইংরেজি : Parliamentary body)।[1] এই সংসদ ভবনের কার্যকলাপ বছরে দুবার (এক সপ্তাহ করে) সম্পূর্ণ ভাবে চলে। এই কার্যকলাপ চলাকালীন দেশের বিভিন্ন বিল সম্পর্কিত মতদান ও আলোচনা হয় প্রতিনিধিদের মধ্যে। এটি ১৯৫৪ সালে গঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস
中华人民共和国全国人民代表大会
Zhōnghuá Rénmín Gònghéguó Quánguó Rénmín Dàibiǎo Dàhuì
ধরন
ধরন
এককক্ষবিশিষ্ঠ
ইতিহাস
প্রতিষ্ঠাকাল১৯৫৪
গঠন
রাজনৈতিক দলফেব্রুয়ারি ২০১৯ থেকে

সরকার (২১১৯): NCP সদস্য

  •      কমিউনিস্ট পার্টি অফ চীন (২১১৯)
  • নির্দলীয় ও অন্যান্য (৮৬১)
রাজনৈতিক দলমার্চ ২০১৯ থেকে:
NPCSC

সরকার (121):কমিউনিস্ট পার্টি অফ চীন      (১২১)

নির্দলীয় ও অন্যান্য (৫৪)

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.