নূর হোসেন দিবস
শহীদ নূর হোসেন দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস। ১৯৮৭ সালের এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি পালন করা হয়।[1][2] নূর হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। আন্দোলনের সময় তিনি বুকে "স্বৈরাচার নিপাত যাক" এবং পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে মিছিলে যোগ দেন এবং একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন।[3] বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নূর হোসেন নিহত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখে।[4] দিনটিকে প্রথমে "ঐতিহাসিক ১০ নভেম্বর" হিসেবে পালন করা হলেও, আওয়ামী লীগ দিনটিকে "নূর হোসেন দিবস" হিসেবে পালন করতে শুরু করে।[5]
.jpg)
শহীদ নূর হোসেন; ১০ নভেম্বর, ১৯৮৭
তথ্যসূত্র
- "দি ইন্ডিপেন্ডেন্ট - অনলাইন সংস্করণ"। দি ইন্ডিপেন্ডেন্ট। ঢাকা।
- "Tribute to Shaheed Nur Hossain - Democracy and the role of media"। দ্য ডেইলি স্টার।
- "Noor Hossain Day observed"। ২০১৩-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১০।
- http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MTE3Nzc=%5B%5D
- কাদির (১১ নভেম্বর ১৯৯১), "Autocracy dethroned, but Bangladesh ponders future of democracy", এজেন্সি ফ্রান্স প্রেস
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.