নিষ্ক্রিয় অঙ্গ
নিষ্ক্রিয় অঙ্গ (ইংরেজি: Vestigial organs) হল প্রচলিত ধারণায় সেসব অঙ্গ যেগুলো একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত ও কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী বংশধরের দেহে গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় রয়ে গেছে। [1]

মানবদেহে অ্যাপেন্ডিক্স হল একটি নিষ্ক্রিয় অঙ্গ, আদিতে সক্রিয় এর অধিকাংশ কার্যকরী ক্ষমতাই বর্তমানে অকেজো হয়ে গেছে;
নিষ্ক্রিয় অঙ্গসমূহ
আমাদের দেহে শতাধিক নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া গেছে। [1]
- চোখের ভেতরের দিকের কোণায় উপপল্লব;
- আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত;
- গায়ের লোম;
- বহিঃকর্ণের পাশের তিনটি করে কর্ণপেশী;
- লেজ না থাকলেও পুচ্ছাস্থি; এবং
- বৃহদান্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি।
তথ্যসূত্র
- উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ২য় পত্র- গাজী আজমল ও গাজী আসমত; পৃষ্টা ২৭০
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.