নিখুঁতপ্রায় সংখ্যা

নিখুঁতপ্রায় সংখ্যা (quasiperfect number) হল এক ধরনের স্বাভাবিক সংখ্যা, n, যার সবগুলো গুণনীয়কের সমষ্টি 2n+1। এই সংখ্যা গুলোকে সমৃদ্ধ সংখ্যার শ্রেণীতেও ফেলা যায়। কোনো নিখুঁতপ্রায় সংখ্যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যদি সত্যিই এর অস্তিত্ব থাকে, তবে তা 1035 এর চেয়ে বড় হবে এবং কমপক্ষে ৭টি ভিন্ন মৌলিক উৎপাদক থাকবে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.