নিউক্লিওটাইড

নিউক্লিওটাইড (ইংরেজি: Nucleotides) এক ধরনের জৈবিক অণু যা মনোমার এবং ডিএনএআরএনএ-এর সাব ইউনিট হিসেবে কাজ করে। ৫-কার্বন বিশিষ্ট শ্যুগার (পেন্টোজ শ্যুগার), ডিঅক্সি রাইবোজ, একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক অ্যাডেনিন এবং একটি ফসফেট গ্রুপ এর গাঠনিক উপাদান।

এই নিউক্লিওটাইড-এ আছে ৫-কার্বন বিশিষ্ট শ্যুগার, ডিঅক্সি রাইবোজ, একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক অ্যাডেনিন এবং একটি ফসফেট গ্রুপ। ডিঅক্সি রাইবোজ ও অ্যাডেনিন একত্রে নিউক্লিওসাইড (প্রকৃতপক্ষে একটি ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড) গঠন করে যাকে ডিঅক্সিঅ্যাডিনোসিন বলে। একটি ফসফেট গ্রুপ যুক্ত হলেই একে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড (ডিএনএ গঠনকারী নিউক্লিওটাইড) বলে, একটি থাকায় ডিঅক্সিঅ্যাডিনোসিন মনোফসফেট বলে।[1]

নিউক্লিওটাইড কোষে শক্তির প্যাকেট নিয়ে যায় নিউক্লিওসাইড ট্রাইফসফেটের (এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি) আকারে যা বিপাকীয় প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করে থাকে।[2]

তথ্যসূত্র

  1. Coghill, Anne M.; Garson, Lorrin R., সম্পাদক (২০০৬)। The ACS style guide: effective communication of scientific information (3rd সংস্করণ)। Washington, D.C.: American Chemical Society। পৃষ্ঠা 244। আইএসবিএন 978-0-8412-3999-9।
  2. Alberts B, Johnson A, Lewis J, Raff M, Roberts K & Wlater P (2002). Molecular Biology of the Cell (4th ed.). Garland Science. আইএসবিএন ০-৮১৫৩-৩২১৮-১. pp. 120–121.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.