নার্সিসাস

গ্রিকপুরাণে নার্সিসাস বিওশিয়ার থেসপি শহরের এক পুরুষ শিকারী যে নিজ অনুপম সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। সে জলপরী লিরিওপি এবং নদী দেবতা সেফিসাস এর সন্তান।[1] স্বীয় সৌন্দর্যে সে এত গর্বিত ছিল যে যে-সব নারী তার প্রেমে পড়ত তাদেরকে সে প্রত্যাখ্যান করে দিত। নেমেসিস তার এ অহংকার দেখে নার্সিসাসকে একটি পুকুরের দিকে আকৃষ্ট করে। পুকুরে নার্সিসাস নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে তার প্রেমে পড়ে যায়। এটি যে কেউ নয়, তার নিজেরই প্রতিচ্ছবি মাত্র, তা সে বুঝতে পারে না। সে হাত বাড়িয়ে প্রতিবিম্বটি ধরতে চাইলে তা পানিতে হারিয়ে যায়। নিজের সৌন্দর্যের মায়া কাটাতে না-পেরে একসময় সে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে। মৃত্যু পর্যন্ত সে প্রতিচ্ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। নার্সিসাসের এই স্বভাব থেকে ‘আত্মকেন্দ্রিকতা’ বা ‘আত্মপ্রেম’ বোঝাতে ‘‘নার্সিসিজম’’ শব্দটি চালু হয়েছে।

কারাভাজ্জিওর আঁকানার্সিসাস নিজের প্রতিচ্ছবির পানে তাকিয়ে আছে

তথ্যসূত্র

আধুনিক উৎস

  • Graves, Robert (১৯৬৮)। The Greek Myths। London: Cassell।
  • Gantz, Timothy (১৯৯৩)। Early Greek Myth। Baltimore: Johns Hopkins University Press।
  • Kerenyi, Karl (১৯৫৯)। The Heroes of the Greeks। New York/London: Thames and Hudson।
  • Vinge, Louise (১৯৬৭)। The Narcissus Theme in Western Literature up to the Nineteenth Century
  • Calimach, Andrew (২০০১)। Lovers' Legends: The Gay Greek Myths। New Rochelle: Haiduk Press। On-line version
  • Alexander, Mark (২০১২)। Narcissus On-line version.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.