নাজরিয়া নাজিম

নাজরিয়া নাজিম (ইংরেজি: Nazriya Nazim; জন্মঃ ২০ ডিসেম্বর, ১৯৯৪) একজন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী যিনি মূলত মালায়ালম ও তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে তিনি টেলিভিশনে একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি মালায়ালম কয়েকটি ছবিতে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন।

নাজরিয়া নাজিম
নাজরিয়া নাজিম 'নীরাম এর অডিও লাঞ্চে
জন্ম
নাজরিয়া নাজিম

(1994-12-20) ২০ ডিসেম্বর ১৯৯৪[1][2]
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, নেপথ্য গায়ক, অ্যাঙ্কর, মডেল
কার্যকাল২০০৬–বর্তমান
উচ্চতা ফু ২ ইঞ্চি (১.৫৭ মি)
দাম্পত্য সঙ্গীফাহাদ ফজিল (বি. ২০১৪)
আত্মীয়ফজিল (শ্বশুর)
ফারহান ফজিল (দেবর)

প্রাথমিক জীবন

নাজরিয়া নাজিম এবং বীনার ঘরে জন্মগ্রহণ করেন। তার নাবিন নামে একটি ভাই রয়েছে।[3] তিনি "খ্রীষ্ট নগর স্কুল" এবং সংযুক্ত আরব আমিরাত এর আল আইনের "আয়ার ওয়ান ই ইংলিশ স্কুল পড়াশোনা করেন। তার পরিবার তিরুবনন্তপুরম আসার আগে সংযুক্ত আরব আমিরাত এর "আল আইন"-এ বসবাস করতেন।[4][5]

কর্মজীবন

একজন শিশু শিল্পী হিসেবে ২০০৬ সালে নাজরিয়া তার কর্মজীবন শুরু করেন। পালুসকু (২০০৬) ছবিতে মাম্মূত্তী এর কন্যা চরিত্র অভিনয় করেন, মালায়ালম এই ছবিটি পরিচালনা করেছিলেন ব্লেসী।[4] তিনি এশিয়ানেট এর মিউজিক রিয়েলিটি শো, মান্স স্ট্যার সিঙ্গার এর এঙ্কর ছিলেন।[4]

ব্যক্তিগত জীবন

২০ জানুয়ারি ২০১৪ তারিখে, তিনি মালায়ালম অভিনেতা ফাহাদ ফজিল এর সঙ্গে তার বিবাহ অনুষ্ঠিত হচ্ছে বলে ফেসবুক পেজে ঘোষণা করেন। বিয়ের ঘোষণা করা হয় ফাহাদ ফজিল এর পিতার পিতা ফজিল (কেরালার একজন সুপরিচিত চলচ্চিত্র পরিচালক) কর্তৃক।[6] ফাহাদ ফজিল এবং নাজরিয়া নাজিম এর এক প্রেস বিবৃতি অনুযায়ী, তাদের বিয়ে এই বছরের আগস্ট হবে বলে একমত প্রকাশ করেন। তাদের ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে তিরুবনন্তপুরম বাগদত্তা হয়।[7]

পুরস্কার

  • ২০১৩ – টিটিকে প্রেস্টিজ - বনিথা ফিল্ম এ্যাওয়ার্ডস – শ্রেষ্ঠ রাশি জুড়ি নিবীন পাউলী - নেরাম[8]
  • ২০১৩ – এশিয়াভিশন অ্যাওয়ার্ডস – নিউ সেনসেশন একটিং[9]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র নাম ভূমিকা ভাষা মন্তব্য
২০০৬পালুনকুগীথুমালয়ালমশিশু শিল্পী
২০১০প্রমানিসিন্ধুমালায়ালমশিশু শিল্পী
ওরু নাল বারুমধানিয়ামালায়ালমশিশু শিল্পী
২০১৩ম্যাড ড্যাডমারিয়ামালায়ালম
নিরামজীনামালায়ালমজয়ী - এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার (সেরা তারকা জুটি)

জয়ী - বনিতা চলচ্চিত্র পুরস্কার (সেরা তারকা জুটি)

বেনীতামিলজয়ী - ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ (সেরা অভিনেত্রী) - অভিষেক

জয়ী - এডিসন পুরস্কার (সেরা অভিনেত্রী) - অভিষেক

জয়ী - বিজয় পুরস্কার (সেরা অভিনেত্রী) - অভিষেক

রাজা রানীকীর্তনাতামিলমনোনীত - ফিল্মফেয়ার পুরস্কার তামিল (সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রী)
নাইয়ান্দিবানারোজাতামিল
২০১৪সালালা মোবাইলসশাহানামালায়ালম
ওম শান্তি ওশানাপূজা ম্যাথিওমালায়ালমজয়ী - কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার (সেরা অভিনেত্রী)

জয়ী - এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার (সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী)
মনোনীত - এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার (সেরা অভিনেত্রী) মনোনীত - ফিল্মফেয়ার পুরস্কার মালয়ালম (সেরা অভিনেত্রী)

ভায়াই মোদী পিসাভামঅঞ্জনাতামিল
সামসারাম আরোগয়াথিনু হানিকারামমালায়ালম
ব্যাঙ্গালোর ডেজদিব্য 'কুঞ্জু' প্রকাশমালায়ালমজয়ী - কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার (সেরা অভিনেত্রী)
জয়ী - বনিতা চলচ্চিত্র পুরস্কার (সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী)
মনোনীত - এশিয়াভিশন পুরস্কার (সেরা অভিনেত্রী)
থিরুমানাম ইনাম নিক্কাহবিষ্ণুপ্রিয়া / আয়েশাতামিল

তথ্যসূত্র

  1. Pillai, Radhika C (20 December 2013) Nazriya celebrates her 19th birthday !. Times of India
  2. Happy Birthday, Nazriya Nazim! – Oneindia Entertainment. Entertainment.oneindia.in (20 December 2013). Retrieved on 3 March 2014.
  3. കൊച്ചുകൊച്ചു സന്തോഷങ്ങള്‍ – articles,infocus_interview – Mathrubhumi Eves ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ নভেম্বর ২০১৩ তারিখে. Mathrubhumi.com. Retrieved on 3 March 2014.
  4. Shilpa Nair Anand (১১ জানুয়ারি ২০১৩)। "Little miss sunshine"The Hindu। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৩
  5. "Nazriya – I am the top on Facebook from Mollywood"। The Cine News। ২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  6. Fahadh Fazil and Nazriya to get married – The Times of India. Timesofindia.indiatimes.com (20 January 2014). Retrieved on 3 March 2014.
  7. Fahadh Faasil- Nazriya Nazim engaged! – The Times of India. Timesofindia.indiatimes.com (8 February 2014). Retrieved on 3 March 2014.
  8. TTK Prestige-Vanitha Film Awards: Shobhana, Prithviraj win best actor, actress awards. Kerala9.com (20 January 2014). Retrieved on 3 March 2014.
  9. Mammotty, Kavya Madhavan bag Asiavision awards. Emirates 24/7 (5 November 2013). Retrieved on 3 March 2014.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.