নাইট ভিশন ডিভাইস
নাইট ভিশন ডিভাইস (ইংরেজি: Night vision device) বা নাইট ভিশন গগলস হচ্ছে একপ্রকার আলোক যন্ত্র, যা সম্পূর্ণ অন্ধকারেও দৃশ্যমান ছবি তৈরি করতে পারে। এটি মূলত সামরিক বাহিনীর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ব্যবহৃত হয়। তবে বেসামরিক ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। অনেক সময় নাইট ভিশন ডিভাইসের বিভিন্ন বাড়তি যন্ত্রাংশকেও নাইট ভিশন ডিভাইস হিসেবে অভিহিত করা হয়।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন বিমানচালক হেলমেটের সাথে লাগানো এএন/এভিএস-৬ মডেলের নাইট ভিশন গগলস ব্যবহার করছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বপ্রথম নাইট ভিশন ডিভাইস ব্যবহৃত হয়। পরবর্তীতে ভিয়েতনাম যুদ্ধসহ আরো অনেক যুদ্ধে এর ব্যবহার হয়।[1][2] আবিস্কারের সময় থেকেই এ ধরনের যন্ত্রের বিভিন্ন সংস্করণ বের হয়ে আসছে। এতে যেমন ক্রমান্বয়ে এর প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে তেমনি কমেছে উৎপাদন খরচ ও ক্রয়মূল্য।
তথ্যসূত্র
- Howstuffworks "Thermal Imaging"
- "Night Vision & Electronic Sensors Directorate - Fort Belvoir, VA"। ৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১০।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রাতে দেখার যন্ত্র সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.