নটোরিয়াস (চলচ্চিত্র)

নটোরিয়াস (ইংরেজি: Notorious) অ্যালফ্রেড হিচকক কর্তৃক পরিচালিত ১৯৪৬ সালের একটি ফিল্ম নয়ার। একটি গুপ্তচর অভিযানের সময় তিনজনের জীবন বিজড়িত হয়ে উঠা নিয়ে এ চলচ্চিত্রের কাহিনী আবর্তিত। ১৯৪৫ থেকে ১৯৪৬ এর মধ্যে চলচ্চিত্রটি ধারণ করা হয়েছিলো এবং আরকেও রেডিও পিকচার্স থেকে ১৯৪৬ সালে এটি মুক্তি পায়।

নটোরিয়াস
পরিচালকঅ্যালফ্রেড হিচকক
প্রযোজকঅ্যালফ্রেড হিচকক
রচয়িতাবেন হেক্ট
শ্রেষ্ঠাংশেক্যারি গ্র্যান্ট
ইনগ্রিড বার্গম্যান
ক্লড রেইন্স
লুই ক্যালহার্ন
সুরকাররয় ওয়েব
চিত্রগ্রাহকটেড টেটজলাফ
সম্পাদকথেরন ওয়ার্থ
প্রযোজনা
কোম্পানি
আরকেও রেডিও পিকচার্স
পরিবেশকআরকেও রেডিও পিকচার্স
মুক্তি
  • ১৫ আগস্ট ১৯৪৬ (1946-08-15) (প্রিমিয়ার-নিউ ইয়র্ক সিটী)[1]
  •  সেপ্টেম্বর ১৯৪৬ (1946-09-06) (যুক্তরাষ্ট্র)[1]
দৈর্ঘ্য১০১ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১০ লক্ষ[2]
আয়$২.৪৫ কোটি

নটোরিয়াস সমালোচকদের মতে হিচককের শিল্পচর্চার একটি সন্ধিক্ষণ, যা তার উচ্চতর থিম্যাটিক পরিপক্বতার বহিঃপ্রকাশ। তার জীবনিকার ডোনাল্ড স্পটো লিখেন নটোরিয়াস মূলত তার মেধাকে একটি গুরুত্বপূর্ণ প্রেমের গল্পের সৃষ্টিতে ব্যবহারে জন্যে ৪৬ বছর বয়সে আলফ্রেড হিচককের প্রথম চেষ্টা, আর এ গল্প শুধু তার এ বয়সেই সম্ভব ছিলো। [3]

তথ্যসূত্র

  1. "নটোরিয়াস: বিস্তারিত"। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮
  2. ভ্যারাইটি (১০ এপ্রিল ২০১৯)। "ভ্যারাইটি (সেপ্টেম্বর ১৯৪৫)"। নিউ ইয়র্ক, এনওয়াই: ভ্যারাইটি প্রকাশনা কোম্পানি ইন্টারনেট আর্কাইভ-এর মাধ্যমে।
  3. স্পটো, ডোনাল্ড (১৯৮৩)। দ্যা ডার্ক সাইড অব জিনিয়াস: দ্যা লাইফ অব আলফ্রেড হিচকক। নিয় ইয়ররক: লিটল, ব্রাউন এন্ড কোম্পানি। আইএসবিএন ০-৩৪৫-৩১৪৬২-X। পৃষ্ঠা ৩০৪।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.