নটিক্যাল মাইল

নটিক্যাল মাইল নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহৃত পরিমাপের একক। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫২ মিটার বা ৬০৭৬,০১ ফুট। এটি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল (এস আই) একক নয় (যদিও আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্যে বি আই পি এম কর্তৃক স্বীকৃত)।[1] ১ নটিক্যাল মাইল=২০২৫ গজ

১ নটিক্যাল মাইল =
এসআই একক
১.৮৫২০০ কিমি ১,৮৫২.০০ মি
ইউএস প্রথানুগ / ইম্পেরিয়াল একক
১.১৫০৭৮ মা ৬,০৭৬.১২ ফুট

এককের প্রতীক

নটিক্যাল মাইলের কোন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক নেই।

  • M - আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা[2]ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট্‌স অ্যান্ড মেজার্‌স নটিক্যাল মাইলের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করে।
  • NM - ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন কর্তৃক ব্যবহৃত হয়।
  • nm - মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সামুদ্রিক ও বায়ুমন্ডলীয় প্রসাশন কর্তৃক ব্যবহৃত হয়।[3]
  • nmi - ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স[4]মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী প্রকাশনা দপ্তর[5] কর্তৃক ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

  1. Administration, US Department of Commerce, National Oceanic and Atmospheric। "What is the difference between a nautical mile and a knot?"। oceanservice.noaa.gov।
  2. "Symbols, Abbreviations and Terms used on Charts" (6 ed.)। International Hydrographic Organization। ২০১৬।
  3. "Law of the Sea"। NOAA Office of Coast Survey।
  4. "APPENDIX A: SYMBOLS AND PREFIXES"। IEEE।
  5. "U.S. Government Printing Office Style Manua"। U.S. Government Printing Office।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.