দ্য মেটামরফোসিস
দ্য মেটামরফোসিস (জার্মান: Die Verwandlung, বাংলায় প্রায়ই রূপান্তর হিসাবে অনুবাদ হয়ে থাকে) ফ্রান্ৎস কাফকা রচিত একটি জার্মান ভাষার উপন্যাসিকা, যা ১৯১৫ সালে প্রথম জার্মানিতে প্রকাশিত হয়। এটি ২০শ শতকের জার্মান কথাসাহিত্যের আসামান্য কাজ হিসাবে উদ্ধৃত হয়ে থাকে এবং পশ্চিমা বিশ্বের কলেজ-বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণার বিষয়।[1]
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | ফ্রান্ৎস কাফকা |
---|---|
মূল শিরোনাম | ডি ফুওয়ান্ডলুঙ্গ |
দেশ | অস্ট্রিয়া-হাঙ্গেরি |
ভাষা | জার্মান |
ধরন | উপন্যাসিকা, অ্যাবজোর্ডিস্ট কথাসাহিত্য, স্লিপস্ট্রিম |
প্রকাশিত | ১৯১৫ |
প্রকাশক | কার্ট উলফ ভার্ল্যাগ, লাইপ্ৎসিশ |
মিডিয়া ধরন | ছাপা (হার্ডকভার) |
ওসিএলসি | 480613296 |
পূর্ববর্তী বই | 'দ্য জাজমেন্ট (১৯১৩) |
পরবর্তী বই | 'দ্য স্টোকার (১৯২৭) |
মূল পাঠ্য | জার্মান উইকিসংকলনে ডি ফুওয়ান্ডলুঙ্গ |
অনুবাদ | মেটামরফোসিস উইকিসংকলনে |
গল্পের কাহিনি গ্রেগর সামসা নামের একজন ভ্রম্যমান বিক্রয়কর্মীর নিদ্রাভঙ্গের পর নিজেকে একটি পতঙ্গে রূপান্তরিত অবস্থায় আবিস্কারের বর্ণনার মধ্য দিয়ে শুরু হয়। যদিও গ্রেগরের এই আকস্মিক রূপান্তরের কারণ গল্পে অব্যাখ্যত থাকে।
চরিত্রসমূহ
- গ্রেগর সামসা
- গ্রেটা সামসা (গ্রেগরের বোন)
- জনাব সামসা (গ্রেগরের বাবা)
- জনাবা সামসা (গ্রেগরের মা)
অন্যান্য মাধ্যমে অভিযোজন
চলচ্চিত্র
এই গল্পের বিভিন্ন চলচ্চিত্র সংস্করণ রয়েছে, যার বেশিরভাগ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
- জ্যান নেমক কর্তৃক একটি ১৯৭৫-এর টিভি সংস্করণ
- ক্যারোলিন লিফ কর্তৃক একটি ১৯৭৭-এর অ্যানিমেশন
- জিম গডার্ড এবং স্টিভেন বারকোপ কর্তৃক একটি ১৯৮৭-এর টিভি চলচ্চিত্র
- কার্লোস অ্যাটানেস কর্তৃক একটি ১৯৯৩-এর ভিডিও
- "ডি ফুওয়ান্ডলুঙ্গ" (২০১৩) শীর্ষক একটি বুলগেরিয়ান ব্যাখ্যা[2]
তথ্যসূত্র
- ম্যাটি এডওয়ার্ডস (ফেব্রুয়ারি ২৮, ২০১৫)। "Kafka's Metamorphosis: 100 years of perplexity"। দ্য লোকাল। জার্মানি। সংগ্রহের তারিখ মে ০৫, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য মেটামরফোসিস
(ইংরেজি)
বহিঃসংযোগ
![]() |
জার্মান উইকিসংকলনে এই নিবন্ধ সম্পর্কে আদি লেখা রয়েছে: |
![]() |
ইংরেজি ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: |
![]() |
উইকিমিডিয়া কমন্সে কাফকা ডি ফুওয়ান্ডলুঙ্গ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- দ্য মেটামরফোসিস – আমাজন.কম
- দ্য মেটামরফোসিস – দ্য কাফকা প্রোজেক্ট
অনলাইন সংস্করণ
- ডি ফুওয়ান্ডলুঙ্গ – ডিগবিড (লেখা, পিডিএফ, এইচটিএমএল) (জার্মান)
- The Metamorphosis, translated 2009 by Ian Johnston of Malaspina University-College, Nanaimo, BC
- গুটেনবের্গ প্রকল্পে দ্য মেটামরফোসিস , ডেভিড ওয়াইলি কর্তৃক অনুবাদকৃত
The Metamorphosis লিব্রিভক্সে পাবলিক ডোমেইন অডিওবই (ইংরেজি) (Ian Johnston translation)- দ্য মেটামরফোসিস নিয়ে ভ্লাদিমির রাদোকোভের বক্তৃতা
ধারাভাষ্য
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.