দ্য অ্যাভিয়েটর (সাউন্ডট্র্যাক)

দ্য অ্যাভিয়েটর: চলচ্চিত্রের সঙ্গীত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত দ্য অ্যাভিয়েটরের মৌলিক সঙ্গীত। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট ব্লানচেট, কেইট বেকিনসেল, অ্যালান আলডা প্রমুখ। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন হাউয়ার্ড শোর এবং গান গেয়েছেন ব্রাসেলস ফিলহার্মোনিক (প্রাক্তন ফ্লেমিশ রেডিও অর্কেস্ট্রা)।[3]

দ্য অ্যাভিয়েটর: চলচ্চিত্রের সঙ্গীত
হাউয়ার্ড শোর কর্তৃক সাউন্ডট্র্যাক
মুক্তির তারিখ২০০৪
ঘরানাসাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৪৭:০০
সঙ্গীত প্রকাশনীডেকা রেকর্ডস
হাউয়ার্ড শোর কালক্রম
দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কিং
(২০০৩)দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কিং২০০৩
দ্য অ্যাভিয়েটর (সাউন্ডট্র্যাক)
(২০০৪)
অ্যা হিস্ট্রি অফ ভায়োলেন্স
(২০০৫)অ্যা হিস্ট্রি অফ ভায়োলেন্স২০০৫
পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
অলমিউজিক[1]
স্কোরনোটস[2]

অ্যালবামটি শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীতের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, টেলিভিশন ও অন্যান্য ভিজুয়াল মিডিয়ার গানের জন্য গ্র্যামি পুরস্কার-এর জন্য মনোনয়ন লাভ করে।

গানের তালিকা

  1. "ইকারাস" – ৩:৫৮
  2. "দেয়ার ইজ নো গ্রেট জিনিয়াস উইদাউট সাম ফর্ম অফ ম্যাডনেস" – ৩:৫০
  3. "মুইরফিল্ড" – ২:২২
  4. "এইচ-১ রেসার প্লেইন" – ৩:২০
  5. "কুয়ারেন্টাইন" – ৩:৫২
  6. "হলিউড ১৯২৭" – ২:৫৯
  7. "দ্য মাইটি হারকিউলিস" – ৩:৩২
  8. "হাউয়ার্ড রবার্ট হিউজ, জুনিয়র" – ৩:৫৭
  9. "অ্যামেরিকা'স অ্যাভিয়েশন হিরো" – ২:০৫
  10. "৭০০০ রোম্যাইন" – ২:২২
  11. "দ্য জার্ম ফ্রি জোন" – ২:৪৯
  12. "স্ক্রিনিং রুম" – ৫:২৭
  13. "লং বিচ হারবার ১৯৪৭" – ৩:৪৯
  14. "দ্য ওয়ে অফ দ্য ফিউচার" – ৪:০১[4]

তথ্যসূত্র

  1. "The Aviator [Original Soundtrack]"অলমিউজিক। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬
  2. "The Aviator"স্কোরনোটস। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬
  3. "Soundtrack Review: The Aviator"সাউন্ডট্র্যাক গিক। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬
  4. "The Aviator (Soundtrack from the Motion Picture)"আইটিউনস। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

পুরস্কার
পূর্বসূরী
দ্য লর্ড অফ দ্য রিংস:
দ্য রিটার্ন অফ দ্য কিং
শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীতের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার
২০০৪
উত্তরসূরী
মেমোইরস অফ অ্যা গেইসা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.