দ্বিতীয় আলমগীর

আজিজ-উদ-দীন আলমগীর দ্বিতীয় (৬ জুন ১৬৯৯-২৯ নভেম্বর ১৭৫২), ৩ মার্চ, ১৭৫৪ থেকে ২৯ নভেম্বর ১৭৫৯ খ্রিষ্টাব্দে ভারতের ১৪ তম মুঘল সম্রাট ছিলেন। তিনি জাহান্দার শাহের পুত্র ছিলেন।

দ্বিতীয় আলামগীর
মুঘল সম্রাট
১৩ তম মুঘল সম্রাট
রাজত্ব২জুন ১৭৫৪-২৯ নভেম্বর ১৭৫৯
পূর্বসূরিআহমেদ শাহ বাহাদুর
উত্তরসূরিতৃতীয় শাহজাহান
রাজপ্রতিভূইমাদ-উল-মুলক (১৭৫৪–১৭৫৬)
নাজিব-উদ-দৌলা (১৭৫৬-১৭৫৯)
ইমাদ-উল মুলল] (১৭৫৯)
জন্ম(১৬৯৯-০৬-০৬)৬ জুন ১৬৯৯
মুলতান, মুঘল সাম্রাজ্য
মৃত্যু২৯ নভেম্বর ১৭৫৯(1759-11-29) (বয়স ৬০)
ফতেহ শাহ কোটলা , মুঘল সাম্রাজ্য
সমাধিহুমায়ুনের সমাধিসৌধ
দাম্পত্য সঙ্গীজিনাত মহল
ফাইজ বখত বেগম
আজিজাবাদি মাহল
লতিফা বেগম
জিনাত আফ্রুজ বেগম
আওরঙবাদি মল
বংশধরদ্বিতীয় শাহ আলম
মির্জা মুহাম্মদ আলি আসগর বাহাদুর
মির্জা মুহাম্মদ হারুন হিদায়াত বখস্ বাহাদুর
তালি মুরাদ শাহ বাহাদুর
মির্জা জামিয়ত শাহ বাহাদুর
মুহাম্মাদ হিম্মত শাহ বাহাদুর
আহসান-উদ-দিন মুহাম্মদ বাহাদুর
মির্জা মুবারক শাহ বাহাদুর
পূর্ণ নাম
আজিজ-উদ-দিন দ্বিতীয় আলমগীর
রাজবংশতিমুরিদ
পিতাজাহানদার শাহ
মাতামুয়াজ্জামাবাদি মহল
ধর্মইসলাম
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.