দ্বিতীয় আলমগীর
আজিজ-উদ-দীন আলমগীর দ্বিতীয় (৬ জুন ১৬৯৯-২৯ নভেম্বর ১৭৫২), ৩ মার্চ, ১৭৫৪ থেকে ২৯ নভেম্বর ১৭৫৯ খ্রিষ্টাব্দে ভারতের ১৪ তম মুঘল সম্রাট ছিলেন। তিনি জাহান্দার শাহের পুত্র ছিলেন।
দ্বিতীয় আলামগীর | |||||
---|---|---|---|---|---|
মুঘল সম্রাট | |||||
![]() | |||||
১৩ তম মুঘল সম্রাট | |||||
রাজত্ব | ২জুন ১৭৫৪-২৯ নভেম্বর ১৭৫৯ | ||||
পূর্বসূরি | আহমেদ শাহ বাহাদুর | ||||
উত্তরসূরি | তৃতীয় শাহজাহান | ||||
রাজপ্রতিভূ | ইমাদ-উল-মুলক (১৭৫৪–১৭৫৬) নাজিব-উদ-দৌলা (১৭৫৬-১৭৫৯) ইমাদ-উল মুলল] (১৭৫৯) | ||||
জন্ম | মুলতান, মুঘল সাম্রাজ্য | ৬ জুন ১৬৯৯||||
মৃত্যু | ২৯ নভেম্বর ১৭৫৯ ৬০) ফতেহ শাহ কোটলা , মুঘল সাম্রাজ্য | (বয়স||||
সমাধি | হুমায়ুনের সমাধিসৌধ | ||||
দাম্পত্য সঙ্গী | জিনাত মহল ফাইজ বখত বেগম আজিজাবাদি মাহল লতিফা বেগম জিনাত আফ্রুজ বেগম আওরঙবাদি মল | ||||
বংশধর | দ্বিতীয় শাহ আলম মির্জা মুহাম্মদ আলি আসগর বাহাদুর মির্জা মুহাম্মদ হারুন হিদায়াত বখস্ বাহাদুর তালি মুরাদ শাহ বাহাদুর মির্জা জামিয়ত শাহ বাহাদুর মুহাম্মাদ হিম্মত শাহ বাহাদুর আহসান-উদ-দিন মুহাম্মদ বাহাদুর মির্জা মুবারক শাহ বাহাদুর | ||||
| |||||
রাজবংশ | তিমুরিদ | ||||
পিতা | জাহানদার শাহ | ||||
মাতা | মুয়াজ্জামাবাদি মহল | ||||
ধর্ম | ইসলাম |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.