দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-ন্যি-মা
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: dkon mchog bstan pa'i nyi ma) (১৮৯৮–১৯২৪) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের পঞ্চম র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-ন্যি-মা ১৮৯৮ খ্রিষ্টাব্দে তিব্বতের রুদাম উপত্যকায় জন্মগ্রহণ করেন। থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে (ওয়াইলি: hub bstan chos kyi rdo rje) নামক পঞ্চম র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা তাকে 'জিগ্স-মেদ-ছোস-দ্ব্যিংস-'ওদ-গ্সাল (ওয়াইলি: 'jigs med chos dbyings 'od gsal) নামক চতুর্থ র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারে বিহারে নিয়ে যান।[1]
তথ্যসূত্র
- Chhosphel, Samten (ডিসেম্বর ২০১১)। "The Fifth Dzogchen Ponlob, Konchok Tenpai Nyima"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২১।
পূর্বসূরী 'জিগ্স-মেদ-ছোস-দ্ব্যিংস-'ওদ-গ্সাল |
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-ন্যি-মা পঞ্চম র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব |
উত্তরসূরী 'জিগ্স-ব্রাল-ত্শে-দ্বাং-র্দো-র্জে |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.