দোপাটি

দোপাটি (বৈজ্ঞানিক নাম: Impatiens balsamina ইংরেজি নাম: Garden Balsam, Lady Slipper) হচ্ছে Balsaminaceae পরিবারের ইম্পেসেন্স গণের একটি সপুষ্পক বর্ষজীবী বিরুৎ। দোপাটি প্রায় ৮০ সেমি পর্যন্ত উঁচু হতে পারে। এর ইংরেজি নাম balsam, garden balsam, rose balsam, touch-me-not বা spotted snapweed

দোপাটি
Impatiens balsamina
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Ericales
শ্রেণী: Angiosperms
বর্গ: Ericales
পরিবার: Balsaminaceae
গণ: Impatiens
প্রজাতি: Impatiens balsamina
দ্বিপদী নাম
Impatiens balsamina
L.
প্রতিশব্দ

Impatiens tamsiana Exell
Impatiens sinensis Buch.-Ham. ex Benth.
Impatiens salicifolia Turcz.
Impatiens rosea Lindl.
Impatiens malayensis Griff.
Impatiens longifolia Wight
Impatiens lobbiana Turcz.
Impatiens giorgii De Wild.
Impatiens eriocarpa Launert
Impatiens cornuta L.
Impatiens coccinea Wall.
Impatiens coccinea Sims
Impatiens arcuata Benth.
Impatiens angustifolia Steud.
Balsamina racemosa Buch.-Ham. ex D. Don
Balsamina odorata Buch.-Ham. ex D. Don
Balsamina mollis G. Don
Balsamina minutiflora Span.
Balsamina lacca Medic.
Balsamina hortensis Desp.
Balsamina foeminea Gaertn.
Balsamina cornuta DC.
Balsamina coccinea DC.
Balsamina balsamina Huth
Balsamina angustifolia Blume

ভেষজ গুনাগুণ

উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন রোগ এবং ত্বকের সমস্যা সমাধানের জন্য প্রতিকারক হিসাবে ব্যবহার করা হয়।পাতার রস সাপের কামড়নো স্থানে ও ফুলের রস শরীরে পোড়া অংশে প্রশান্তির জন্য ব্যবহার করা হয়।[1]

বিবরণ

এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এটি উচ্চতায় ২0-৭৫ সেমি লম্বা হয়। এটি পুরু হয় কিন্তু ডাটা নরম। পাতাগুলি সর্পিল ও গভীরভাবে দাগযুক্ত, ২.৫ -৯ সেমি লম্বা এবং ১-২.৫ সেমি বিস্তৃত। ফুলের রং গোলাপী, লাল, ফিকে লাল, বেগুনি অথবা সাদা এবং ফুলের ব্যাস ২.৫-৫ সেমি। মৌমাছি এবং অন্যান্য পোকামাকড় দ্বারা পরাগায়ন হয়।[2]

বিস্তৃতি

দোপাটি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার পর্যন্ত বিস্তৃত।

তথ্যসূত্র

  1. Plants for a Future: Impatiens balsamina
  2. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan আইএসবিএন ০-৩৩৩-৪৭৪৯৪-৫.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.