দুশমন দুনিয়া কা

দুশমন দুনিয়া কা (ইংরেজি: Dushman Duniya Ka - The World's Enemy) এটি ১৯৯৬ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মেহমুদ এবং প্রযোজনা করেছেন অশোক মিশ্র। ছবিটিতে অভিনয় করেছেন নবাগত লায়লা মেহদিন, মঞ্জুর আলী ও জীতেন্দ্র এছাড়াও শাহরুখ খান ও সলমান খান বিশেষ অতিথি হিসেবে আবির্ভূত হন।

দুশমন দুনিয়া কা
দুশমন দুনিয়া কা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমেহমুদ
প্রযোজকঅশোক মিশ্র
রচয়িতাআজিজ কুয়াইসী
শ্রেষ্ঠাংশেজীতেন্দ্র
শাহরুখ খান
লায়লা মেহ্দিন
সলমান খান
সুরকারঅনু মালিক
চিত্রগ্রাহকশংকার নাইডু
সম্পাদকহীরা
মুক্তি২০ সেপ্টেম্বর, ১৯৯৬
দৈর্ঘ্য১৬২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

শ্রেষ্ঠাংশে

  • জীতেন্দ্র - মহেশ ঠাকুর
  • মনজুর আলী - লাকি
  • সুমালাথা - রেশমা
  • লায়লা মেহদিন - লতা
  • শাহরুখ খান - বাদ্রু (বিশেষ ভূমিকায়)
  • সলমান খান - সলমান (বিশেষ ভূমিকায়)
  • জনি লিভার - প্রধান শিক্ষক
  • ফরিদা জালাল - মহিলা আশ্রয় এর ম্যানেজার

সংগীত

সাউন্ড ট্র্যাক

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.