দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)

দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিত একটি কমিশন। এটি ২০০৪ সালের ৯ মে মাসের দুর্নীতি দমন আইন অনুসারে কার্যকর হয়েছে। একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এ সংস্থার লক্ষ্য হচ্ছে দেশে দুর্নীতি ও দুর্নীতিমূলক কাজ প্রতিরোধ করা। যে কোনো ব্যক্তি অথবা সংস্থার বিরুদ্ধে কমিশনের একতিয়ারভুক্ত বিষয়ে কোনো অভিযোগ সমন্বিত জেলা কার্যালয়, বিভাগীয় অথবা সেগুনবাগিচা, ঢাকাস্থ প্রধান কার্যালয় প্রেরণ করা যাবে।

দুর্নীতি দমন কমিশন
(দুদক)
সংক্ষেপেদুদক
গঠিত০৯ মে ২০০৪
অবস্থান
  • সেগুনবাগিচা, ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা
কমিশনার (অনুসন্ধান)
ডঃ মোজাম্মেল হক খান
কমিশনার (তদন্ত)
এ এফ এম আমিনুল ইসলাম।
সচিব
মো. দিলওয়ার বখত
ওয়েবসাইটwww.acc.org.bd

ইতিহাস

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.