দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)
দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিত একটি কমিশন। এটি ২০০৪ সালের ৯ মে মাসের দুর্নীতি দমন আইন অনুসারে কার্যকর হয়েছে। একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এ সংস্থার লক্ষ্য হচ্ছে দেশে দুর্নীতি ও দুর্নীতিমূলক কাজ প্রতিরোধ করা। যে কোনো ব্যক্তি অথবা সংস্থার বিরুদ্ধে কমিশনের একতিয়ারভুক্ত বিষয়ে কোনো অভিযোগ সমন্বিত জেলা কার্যালয়, বিভাগীয় অথবা সেগুনবাগিচা, ঢাকাস্থ প্রধান কার্যালয় প্রেরণ করা যাবে।
![]() | |
সংক্ষেপে | দুদক |
---|---|
গঠিত | ০৯ মে ২০০৪ |
অবস্থান |
|
দাপ্তরিক ভাষা | বাংলা |
কমিশনার (অনুসন্ধান) | ডঃ মোজাম্মেল হক খান |
কমিশনার (তদন্ত) | এ এফ এম আমিনুল ইসলাম। |
সচিব | মো. দিলওয়ার বখত |
ওয়েবসাইট | www |
ইতিহাস
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.