দীপন ঘোষ

দীপন কুমার ঘোষ বা দীপন ঘোষ একজন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী, যিনি হাইজেনবার্গ অ্যান্টিফেরোম্যাগনেটের সর্বনিম্ন শক্তিস্তর সঠিকভাবে পরিমাপের জন্য পরিচিত, যা মজুমদার-ঘোষ মডেল হিসাবে সুপরিচিত। এই মডেল উপস্থাপনা তিনি চঞ্চল কুমার মজুমদারের সহকর্মী ছিলেন।[1]

দীপন কুমার ঘোষ
বাসস্থানমুম্বাই, ভারত
জাতীয়তাভারত
কর্মক্ষেত্রসংঘনন পদার্থ তত্ত্ব
প্রতিষ্ঠানভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান বোম্বে
প্রাক্তন ছাত্রটাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান
পিএইচডি উপদেষ্টাচঞ্চল কুমার মজুমদার
পরিচিতির কারণমজুমদার-ঘোষ মডেল

শিক্ষাজীবন

দীপন ঘোষ ১৯৬৬ খ্রিষ্টাব্দে ওড়িয়ার রয়েভেনশাও কলেজ থেকে স্বর্ণপদক (গোল্ড মেডেলিস্ট) হিসাবে এমএসসি ডিগ্রি পান। এরপর বোম্বাই (বর্তমানে মুম্বাই)-এর টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৯৭১ খ্রিষ্টাব্দে চঞ্চল কুমার মজুমদারের অধীনে চৌম্বকীয় হ্যামিল্টনিয়ানের উপর গবেষণা করে পিএইচডি গ্রহণ করেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত জন জিম্যানের সঙ্গে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৭৩-৭৩ খ্রিষ্টাব্দে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে কে এস এস সিঙ্গির সঙ্গে পোস্ট-ডক্টরেট করেন।

কর্মজীবন

  • ২০০৫ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বোম্বে বিভাগের উপপরিচালক ছিলেন এবং ২০০৫ থেকে ২০০৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইন্ডিয়ান ফিজিক্স এসোসিয়েশনের সভাপতি ছিলেন।[2]
  • ১৯৭৪ খ্রিষ্টাব্দে আইআইটি বোম্বেতে যোগ দেওয়ার আগে তিনি সান্তা ক্রুজ শহরের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হন।
  • বর্তমানে তিনি আইআইটি বোম্বের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

তথ্যসূত্র

  1. Sushanta Kumar Dattagupta (২০০০)। "Chanchal Kumar Majumdar (1938–2000) – An obituary" (PDF)Current Science79 (1): 115–116। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১০
  2. "faculty:dkg:home · Department of Physics"web.archive.org। ২০১০-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.