দিয়েগো বেলাসকেস
দিয়েগো রোদ্রিগেস দে সিলবা ই বেলাসকেস (স্পেনীয় ভাষায়: Diego Rodríguez de Silva y Velázquez) (৬ই জুন, ১৫৯৯ - ৬ই আগস্ট, ১৬৬০) বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী। তিনি রাজা ফিলিপ ৪ এর রাজদরবারের প্রধান শিল্পী ছিলেন। সমসাময়িক বারোক যুগের ব্যক্তিস্বাতন্ত্রবাদী শিল্পী হিসেবে তিনি প্রসিদ্ধ, মূলত পোর্ট্রেট শিল্পে সিদ্ধি লাভ করেছিলেন। ঐতিহাসিক ও সাংস্কৃতিক বহু দৃশ্যকে ছবিতে ফুটিয়ে তোলার পাশাপাশি স্পেনের রাজ পরিবারের অনেকের পোর্ট্রেট এঁকেছেন বেলাসকেস। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় ব্যক্তিত্ব ও সাধারণ লোকের ছবি এঁকেছেন। তার শিল্পী ক্যারিয়ার চূড়ান্ত সফলতা লাভ করেছে লেস মেনিয়ান্সের (১৯৫৬) মাধ্যমে।
দিয়েগো বেলাসকেস | |
---|---|
![]() ১৬৪৩ সালে আঁকা বেলাসকেসের আদ্ম পোর্ট্রেট। ইতালির ফ্লোরেন্সে অবস্থিতি উফিজি গ্যালারি থেকে। | |
জাতীয়তা | স্পেনীয় |
পরিচিতির কারণ | চিত্রকলা |
উল্লেখযোগ্য কর্ম | লাস মেনিয়ান্স (১৯৫৬), La Venus del espejo (Rokeby Venus) (১৬৪৪-৪৮) La Rendición de Breda, (The Surrender of Breda) (১৬৩৪-৩৫) |
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে দিয়েগো বেলাসকেস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Diego Velázquez at the Art Renewal Center.
- Diego Velázquez at Artcyclopedia.com
- Velazquez in the "History of Art"
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.