দিয়েগো বেলাসকেস

দিয়েগো রোদ্রিগেস দে সিলবা ই বেলাসকেস (স্পেনীয় ভাষায়: Diego Rodríguez de Silva y Velázquez) (৬ই জুন, ১৫৯৯ - ৬ই আগস্ট, ১৬৬০) বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী। তিনি রাজা ফিলিপ ৪ এর রাজদরবারের প্রধান শিল্পী ছিলেন। সমসাময়িক বারোক যুগের ব্যক্তিস্বাতন্ত্রবাদী শিল্পী হিসেবে তিনি প্রসিদ্ধ, মূলত পোর্ট্রেট শিল্পে সিদ্ধি লাভ করেছিলেন। ঐতিহাসিক ও সাংস্কৃতিক বহু দৃশ্যকে ছবিতে ফুটিয়ে তোলার পাশাপাশি স্পেনের রাজ পরিবারের অনেকের পোর্ট্রেট এঁকেছেন বেলাসকেস। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় ব্যক্তিত্ব ও সাধারণ লোকের ছবি এঁকেছেন। তার শিল্পী ক্যারিয়ার চূড়ান্ত সফলতা লাভ করেছে লেস মেনিয়ান্সের (১৯৫৬) মাধ্যমে।

দিয়েগো বেলাসকেস
১৬৪৩ সালে আঁকা বেলাসকেসের আদ্ম পোর্ট্রেট। ইতালির ফ্লোরেন্সে অবস্থিতি উফিজি গ্যালারি থেকে।
জাতীয়তাস্পেনীয়
পরিচিতির কারণচিত্রকলা
উল্লেখযোগ্য কর্ম
লাস মেনিয়ান্স (১৯৫৬),
La Venus del espejo (Rokeby Venus) (১৬৪৪-৪৮)
La Rendición de Breda, (The Surrender of Breda) (১৬৩৪-৩৫)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.