দি অরিজিনালস

দি অরিজিনালস একটি আমেরিকান টেলিভিশন সিরিজ। এর সম্প্রচার শুরু ২০১৩-১৪ টেলিভিশন সিজনে দ্য সিডব্লিউতে। দি অরিজিনালস দ্য ভ্যাম্পায়ার ডায়রিসের একটি স্পিন-অফ। সিরিজ প্রিমিয়ারটি দ্য ভ্যাম্পায়ার ডায়রিসের পরে সম্প্রচারিত হয় বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৩। এক সপ্তাহ পরে অক্টোবর ৮, ২০১৩তে এটি এর নিয়মিত সময়, মঙ্গলবারে স্থানান্তরিত হয়।[1]

দি অরিজিনালস
দি অরিজিনালস
ধরণ
নির্মাতাজুলি প্লেক
অভিনয়ে
  • জোসেফ মরগান
  • ড্যানিয়েল গিলাস
  • ক্লেয়ার হল্ট
  • ফিবি টনকিন
  • চার্লস মাইকেল ডেভিস
  • লিয়া পাইপ্স
  • ড্যানয়েল ক্যাম্পবেল
  • রাইলি ভোলকাল
রচয়িতামাইকেল সাবি
প্রস্তুতকারক দেশযুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা৫১
নির্মাণ
নির্বাহী প্রযোজক
  • জুলি প্লেক
  • লেসলি মরগানস্টেইন
  • জিনা জিরোলামো
ব্যাপ্তিকাল৪১-৪৪ মিনিট
প্রোডাকশন কোম্পানি
  • মাই সো-কল্ড কম্পানি
  • অ্যালই এন্টারটেইনমেন্ট
  • সিবিএস টেলিভিশন স্টুডিওস
  • ওয়ার্নার ব্রোস. টেলিভিশন
পরিবেশকওয়ার্নার ব্রোস. টেলিভিশন
সম্প্রচার
মূল চ্যানেলদ্য সিডব্লিউ
মূল প্রদর্শনী অক্টোবর ২০১৩ (2013-10-03) – বর্তমান
ক্রমধারা
সম্পর্কিত প্রদর্শনীদ্য ভ্যাম্পায়ার ডায়রিস
বহিঃসংযোগ
দি অরিজিনালস

দ্য সিডব্লিউ ১৩ ফেব্রুয়ারী, ২০১৩ সালে সিরিজটি দ্বিতীয় মৌসুমের জন্য নবায়ন করে। দ্য সিডব্লিউ ১১ জানুয়ারি, ২০১৪ সালে সিরিজটি তৃতীয় মৌসুমের জন্য নবায়ন করে।[2]

কাহিনী সংক্ষেপ

দি অরিজিনালস দ্য ভ্যাম্পায়ার ডায়রিসের একটি স্পিন-অফ যা মিকেলসন সহোদর ক্লাউস (জোসেফ মরগান), এলাইজা (ড্যানিয়েল গিলাস) এবং রেবেকাকে (ক্লেয়ার হল্ট) ঘিরে আবর্তিত। ২০১৩ সালের ২৫ এপ্রিল সম্প্রচারকৃত ব্যাকডোর পাইলটে প্রকাশিত হয় যে ওয়্যারউলফ হেইলি (ফিবি টনকিন) ক্লাউসের বাচ্চার মা হতে চলেছে। সিরিজটি শুরু হয় অরিজিনালদের ১৯১৯ সালের পর প্রথমবারের মত নিউ অরলিন্স শহরে প্রত্যাবর্তনের মাধ্যমে। শহরটি তারা প্রথমে তৈরি করা সত্ত্বেও তাদের প্রতিশোধপরায়ণ বাবার হাত থেকে রক্ষা পেতে তারা পালিয়ে যায়। তাদের অনুপস্থিতিতে ক্লাউসের শিষ্য মার্সেল (চার্লস মাইকেল ডেভিস) শহরের ক্ষমতা গ্রহণ করে। ক্লাউস সিদ্ধান্ত নেয় যে মার্সেলকে সরিয়ে শহরের ক্ষমতা তাদের দখল করতে হবে এবং শহরকে ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ এবং ডাইনিদের মধ্যকার যুদ্ধ থেকে রক্ষা করতে হবে।

মুখ্য চরিত্র

  • নিক্লাউস মিকেলসন চরিত্রে জোসেফ মরগান
  • এলাইজা মিকেলসন চরিত্রে ড্যানিয়েল গিলাস
  • রেবেকা মিকেলসন চরিত্রে ক্লেয়ার হল্ট
  • হেইলি মার্শাল চরিত্রে ফিবি টনকিন
  • মার্সেলাস জেরার্ড চরিত্রে চার্লস মাইকেল ডেভিস
  • সোফি ডেভরো চরিত্রে ড্যানিয়েলা পিনেডা
  • ক্যামিল ও'কনেল চরিত্রে লিয়া পাইপ্স
  • ডেভিনা ক্লেয়ার চরিত্রে ড্যানয়েল ক্যাম্পবেল
  • ভিনসেন্ট গ্রিফিথ চরিত্রে ইউসুফ গেটউড
  • ফ্রেয়া মিকেলসন চরিত্রে রাইলি ভোলকাল

তথ্যসূত্র

  1. Kondolojy, Amanda (জুলাই ২৯, ২০১৩)। "The CW Moves Up 'The Originals' Premiere to Follow 'The Vampire Diaries' + 'Supernatural' Gets Earlier Start"TV by the Numbers। ১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৩
  2. Goldberg, Lesley (জানুয়ারি ১১, ২০১৫)। "CW Renews 'Arrow,' 'Flash,' 'Supernatural,' 'Vampire Diaries,' 'Originals,' More"। The Hollywood Reporter। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.