দার্শনিক শয়তানবাদ
দার্শনিক শয়তানবাদ বা লাভীয় শয়তানবাদ (ইংরেজি: LaVeyan Satanism লাভেয়ান স্যাটানিজম) একটি ধর্মীয় মতবাদ যা নাস্তিক শয়তানবাদ (Atheistic Satanism) বা আধুনিকপন্থী শয়তানবাদ হিসেবেও পরিচিত এবং যা কখনও শিথিলভাবে শ্রেণীভুক্ত স্যাটানিজম বা শয়তানবাদের একটি শাখা। এই মতবাদ ১৯৬৬ সালে অ্যান্টন লাভী (ইংরেজি: Anton LaVey) প্রতিষ্ঠা করেন এবং এটির মূল তত্ত্বসমূহ ১৯৬৯ সালে দ্য স্যাটানিক বাইবেলে (ইংরেজি: The Satanic Bible) গ্রন্থস্থ হয়েছে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, এপিকিউরীয়বাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, অহংবাদ ও আত্ম-দেবত্ববাদ (self-deification) বা "আনাল হক" তত্ত্বের উপর ভিত্তিশীল এ শয়তানবাদের মূল বিশ্বাস ও দর্শনগুলো প্রকৃতিবাদ, সামাজিক ডারউইনবাদ এবং লেক্স তালিওনিস বা "চোখের পরিবর্তে চোখ" ("eye for an eye"; যে আরেকজনকে যেভাবে ক্ষতি করেছে তাকে সেভাবেই শাস্তিদান) নীতির একটি দৃষ্টিভঙ্গি প্রচার করেছে।[1][2][3][4][5]

লাভীয় শয়তানবাদ জাদুচর্চাকে গ্রহণ করে। জাদুচর্চাকে "বৃহত্তর জাদু" ("greater magic") ও "ক্ষুদ্রতর জাদু" ("lesser magic") নামের দুটি পৃথক ধরনে অন্তর্ভুক্ত করা হয়। বৃহত্তর জাদু হচ্ছে রীতিসিদ্ধ চর্চা। এটাকে বিশেষ উদ্দেশ্যে কারো আবেগশক্তি প্রকাশ করতে আত্ম-রূপান্তরক মনোনাট্য (psychodrama) হিসেবে বোঝানো যেতে পারে।[6] ক্ষুদ্রতর জাদু আকর্ষণের নিয়মের উপর ভিত্তিশীল এবং এটি অন্যকে নিয়ন্ত্রণ করতে একজনের স্বাভাবিক ক্ষমতার ব্যবহারে নিযুক্ত নিয়ন্ত্রণমূলক কৌশল দ্বারা গঠিত।[7] লাভী তার দ্য স্যাটানিক রিচ্যুয়াল ও দ্য স্যাটানিক উইচ গ্রন্থে জাদু ও রীতিসিদ্ধ আচরণের বিষয়ের উপর বিস্তারিত লিখেছেন।[8]
তথ্যসূত্র
- http://www.churchofsatan.com/Pages/Enema.html
- "Church of Satan FAQ 18. DRUG ABUSE"। Churchofsatan.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৯।
- http://www.churchofsatan.com/Pages/CShistory7LR.html
- http://www.churchofsatan.com/satanism-the-feared-religion.php
- http://www.churchofsatan.com/walpurgisnacht-xxxvii.php
- http://www.churchofsatan.com/faq-ritual-and-ceremony.php
- http://www.churchofsatan.com/ritual-in-satanists-life.php
- http://www.churchofsatan.com/sources-print.php
বহিঃসংযোগ
![]() |
উইকিসংবাদে Satanism: An interview with Church of Satan High Priest Peter Gilmore সম্পর্কিত সংবাদ রয়েছে। |