দারিদ্র্য
দারিদ্র্য হল এমন একটি অর্থনৈতিক অবস্থা, যখন একজন মানুষের জীবনযাত্রার নূন্যতম মান অর্জন এবং সামান্য আয়ের ফলে জীবনধারণের অপরিহার্য দ্রব্যাদি ক্রয় করার সক্ষমতা হারায়।[1][2] সাংস্কৃতিক স্বেচ্ছাচারিতা ও আগ্রাসন, জনসংখ্যার চাপ, অর্থনৈতিক দুর্দশা, সামাজিক ও রাজনৈতিক সমস্যা এবং বন্যা, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগ দারিদ্র্য সৃষ্টি করে।[3] ইসলামের দৃষ্টিতে দারিদ্র্য হচ্ছে এমন এক অবস্থা, যা মানব জীবনের অব্যাহত প্রয়োজনীয় পণ্য বা মাধ্যম উভয়েরই অপর্যাপ্ততা বুঝায়।

দারিদ্রের পরিমাপ: বিশ্বব্যাংকের সংজ্ঞা
চরম দারিদ্র
খাদ্যের অভাবে যারা মারা যায় তাকে চরম দরিদ্র বলে।।
দারিদ্র রেখা
পৃথিবীর বিভিন্ন দেশে দারিত্র
তথ্যসূত্র
- "What is poverty?"। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- Poverty। merriam-webster। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৩।
- "Poverty | United Nations Educational, Scientific and Cultural Organization"। www.unesco.org। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০৪।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.