থিয়াগো চোনেক

থিয়াগো রাঙ্গেল চোনেক (পোলীয় উচ্চারণ: [ˈtjaɡɔ ˈtɕɔnɛk], পর্তুগিজ: [tʃiˈagu ˈtʃonek]; জন্ম: ২১ এপ্রিল ১৯৮৬) হচ্ছেন ব্রাজিলে জন্মগ্রহণকারী পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব এসপিএএল এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

থিয়াগো চোনেক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম থিয়াগো রাঙ্গেল চোনেক
জন্ম (1986-04-21) ২১ এপ্রিল ১৯৮৬
জন্ম স্থান কুরিতিবা, ব্রাজিল
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব এসপিএএল
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
ভিয়া হুয়ের এফসি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৫–২০০৬ কুইয়াবা
২০০৬–২০০৭ ব্রাগাঙ্কা (১)
২০০৭–২০০৮ সিআরবি (০)
২০০৮–২০১২ জোগিয়েলোনিয়া বিয়াওলস্টক ৯১ (৩)
২০১২–২০১৪ পাদোভা ৩১ (০)
২০১৩–২০১৪মোদেনা (ধার) ৩৩ (১)
২০১৪–২০১৫ মোদেনা ৫১ (১)
২০১৬–২০১৮ পালেরমো ৫০ (১)
২০১৮– এসপিএএল ১৫ (১)
জাতীয় দল
২০১৪– পোল্যান্ড ১৭ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
পোল্যান্ড
সালউপস্থিতিগোল
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
মোট১৭

সম্মাননা

জোগিয়েলোনিয়া বিয়াওলস্টক

  • পোলিশ কাপ: ২০১০
  • পোলিশ সুপারকাপ: ২০১০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:S.P.A.L. 2013 squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.