ত্বকবিজ্ঞান

ডার্মাটোলজি হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা ত্বক, নখ, চুল ইত্যাদি স্থানের সাথে সম্পৃক্ত ।[1][2] ত্বকজনিত সমস্যায় ওষুধ ব্যবহার অথবা অস্ত্রোপচার উভয়টি প্রয়োগ করা হয়ে থাকে ।[3][4][5] এ ক্ষেত্রে সাধারনত একজন চর্মরোগবিশেষজ্ঞ,[6] বা সার্জন ওষুধ অথবা সার্জারির মাধ্যমে রোগের চিকিৎসা প্রদান করে থাকে ।[2][7]

ইতিহাস

ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন ত্বকজনিত রোগের প্রভাব ও প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে । এদের মধ্যে কোনো কোনোটির চিকিৎসা করা সম্ভব হয়েছে আবার কখনও সম্ভব হয়নি । ১৮০১ সালে যেসময়টাতে প্রিন্ট করা বই(উইলিয়ানস ১৭৯৮- ১৮০৮) বা মানচিত্র(অ্যালবার্টস ১৮০৬-১৮১৪) পাওয়া যেতে শুরু করে, তখন প্যারিসের বিখ্যাত সেন্ট লুইস হাসপাতালে বহু কাঙ্খিত স্কুল অব ডার্মাটোলজি চালু হয় ।[8]

প্রশিক্ষণ

চর্মবিশেষজ্ঞ

আমেরিকা

ডাক্তারি ডিগ্রি (এম.ডি. বা ডি.ও.)অর্জন করার পর একজন সাধারণ চর্মরোগবিশেষজ্ঞ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আমেরিকান একাডেমী অব ডার্মাটোলজি হতে বোর্ড সার্টিফিকেশন লাভ করতে হয় । আমেরিকান বোর্ড অব ডার্মাটোলজি বা আমেরিকান অস্টিওপ্যাথিক বোর্ড প্রশিক্ষনটি চার বছর মেয়াদের হয়ে থাকে । প্রশিক্ষণটি এক বছরের প্রারম্ভিক মেডিকেল অথবা সার্জিক্যাল ইন্টার্নশীপ এবং তিন বছরের ডার্মাটোলজি স্টাডি অন্তর্ভূক্ত করে থাকে ।[2][9][10] গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে একজন চর্মরোগবিশেষজ্ঞ রেসিডেন্সি লাভ অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে পরিগণিত হয়েছে ।[11][12][13]

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে, একজন চর্মরোগবিশেষজ্ঞ হচ্ছেন একজন যোগ্যতাসম্পন্ন মেডিক্যাল প্রাকটিশনার যিনি মেডিসিনে বিশেষজ্ঞ এবং ডার্মাটোলজিতে একজন উপ-বিশেষজ্ঞ । প্রশিক্ষন পদ্ধতি নিন্মরূপ:

-পাঁচ বছরের এমবিবিএস, এমবিবিসিএইচ অথবা এমবি, বিসিএইসআইআর ।

-একবছরের ফাউন্ডেশন কোর্স(পুরোপুরি একজন মেডিকেল প্রাকটিশনার হওয়ার পূর্বে) ।

-সাধারন মেডিসিনের উপর দুই থেকে তিন বছরের প্রশিক্ষন(২ কিংবা ৩ অথবা তার অধিক সময়ের ফাউন্ডেশন কোর্স), মেডিসিনে উচ্চতর ডিগ্রী অর্জনের মাধ্যমে রয়াল কলেজ অব ফিজিশিয়ানস এর সদস্য হতে হয় ।

-প্রশিক্ষন শেষ হওয়ার পূর্বে ডার্মাটোলজির উপরে স্পেশালিটি সার্টিফিকেট এগজামিনেশন(এসসিই) পাশ করতে হয় ।

-চার বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর একজন সর্বজনস্বীকৃত চর্মরোগবিশেষজ্ঞ হতে পারেন ।

থেরাপি

চর্মরোগবিশেষজ্ঞগণ দ্বারা বিভিন্ন রকমের থেরাপি প্রদান করা হয়ে থাকে । এর মধ্যে নিন্মোক্ত থেরাপিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য:

  • কসমেটিক ফিলার ইঞ্জেকশনস
  • লেসার অথবা অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে হেয়ার রিমুভ করা ।
  • চুল প্রতিস্থাপন- যা অনেক চর্মবিশেষজ্ঞ করে থাকেন ।
  • ইন্ট্রালেজিওনাল ট্রিটমেন্ট-স্টেরয়েড অথবা কেমোথেরাপি দ্বারা ।
  • লেজার থেরাপি - জন্ম দাগ, ত্বকের দাগ (ফুটকির মত), উলকি অপসারণ এবং ভাঁজ পড়া চামড়ার চিকিৎসায় ।
  • ফোটোডাইনামিক থেরাপি- ত্বক ক্যান্সার এবং ক্যান্সারের লক্ষনজনিত চিকিৎসায় ।
  • ফোটো থেরাপি- ন্যারো ব্যান্ড এর ইউভিবি(UVB), ব্রডব্যান্ড ইউভিবি(UVB), সোরাল্যান ও ইউভিবি(UVB) ব্যবহারের মাধ্যমে ।
  • লেসারের মাধ্যমে উলকি অপসারণ ।
  • টিউম্যাসেন্ট লিপোসাকশান- লিপোসাকশান একজন স্ত্রীরোগবিশারদ দ্বারা আবিষ্কৃত হয় । একটি চর্মবিশেষজ্ঞ (ডাঃ জেফ্রি এ ক্লেইন) লিপোসাকশন পদ্ধতি কাজে লাগিয়ে চর্মরোগের চিকিৎসা পদ্ধতিতে একটি নতুন সংযোজন করেন । পদ্ধতিটি বর্তমানে বিভিন্ন চর্মরোগবিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন এবং স্ত্রীরোগবিশেষজ্ঞগণ দ্বারা বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে ।[14]
  • ক্রায়োসার্জারি- আঁচিল, ত্বক ক্যান্সার ইত্যাদি ত্বকজনিত সমস্যার চিকিৎসায় এ পদ্ধতিটি ব্যবহৃত হয় ।
  • রেডিয়েশন থেরাপি- যদিও পদ্ধতিটি চর্মরোগের ডাক্তারদের দ্বারা বহুলভাবে ব্যবহৃত হয়না, তবে কিছু কিছু ডাক্তার তাদের রোগীদের চিকিৎসার জন্য রেডিয়েশন থেরাপি ব্যবহার করে থাকেন ।
  • ভিটিলিগো সার্জারি- অটোলোগাস মেলানোসাইট প্রতিস্থাপন, স্তন্যপান ফোস্কা গ্রাফটিং এবং পাঞ্চ গ্রাফটিং ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ।
  • এলার্জি টেস্টিং- স্পর্শজনিত চর্মরোগের ক্ষেত্রে ‘প্যাচ টেস্টিং’ এর মাধ্যমে ।
  • সিস্টেম থেরাপি-অ্যান্টিবায়োটিক, ইমিউলোমডিউলেটার, এবং নভেল ইনজেকশন পণ্য ব্যবহারের মাধ্যমে ।
  • প্রসঙ্গজনিত থেরাপি- এছাড়াও চর্মরোগের ডাক্তারগণ রোগীর রোগ বৃত্তান্ত এবং রোগের ধরন অনুসারে বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে চর্মরোগের চিকিৎসা করে থাকেন ।

এনাটমিক থেরাপিউটিক ক্যামিকাল ক্লাসিফিকেশান সিস্টেম দ্বারা, বিশেষভাবে এটিসি কোড ডি এর উপর ভিত্তি করে অধিকাংশ ত্বকজনিত সমস্যায় ব্যবহৃত ওষুধগুলোকে শ্রেণিবদ্ধকরণ করা যায় ।

তথ্যসূত্র

  1. Random House Webster's Unabridged Dictionary. Random House, Inc. 2001. Page 537. আইএসবিএন ০-৩৭৫-৭২০২৬-X.
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  3. http://www.aocd.org/?page=DermProcedures
  4. "What is a dermatologist; what is dermatology. DermNet NZ"। Dermnetnz.org। ২০০৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  5. "What is a Dermatologist"। Dermcoll.asn.au। ২৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  6. Chua, Shunjie। "Dermatology is not just aesthetics"The Chroincle। Duke University। ১৯ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  7. http://www.aad.org
  8. Freedberg, et al. (2003). Fitzpatrick's Dermatology in General Medicine. (6th ed.). McGraw-Hill Professional. Page 3. আইএসবিএন ০-০৭-১৩৮০৭৬-০.
  9. "American Board of Dermatology"। Abderm.org। ১০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  10. Creative Innovations। "American Osteopathic College of Dermatology - Qualifications Overview"। Aocd.org। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  11. Wu JJ; Tyring SK। ""...has been the most competitive of all specialties for at least the last 5-6 years." This is confirmed by data from the electronic residency application service (ERAS)."। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  12. Wu JJ; Ramirez CC; Alonso CA; ও অন্যান্য। ""Dermatology continues to be the most competitive residency to enter..." Arch Dermatol. 2006;142:845-850."। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  13. Singer, Natasha (২০০৮-০৩-১৯)। "For Top Medical Students, an Attractive Field"The New York Times। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  14. "Liposuction - Who Invented Liposuction?"। Inventors.about.com। ২০১২-০৪-০৯। ২০০৮-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.