ত্বকবিজ্ঞান
ডার্মাটোলজি হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা ত্বক, নখ, চুল ইত্যাদি স্থানের সাথে সম্পৃক্ত ।[1][2] ত্বকজনিত সমস্যায় ওষুধ ব্যবহার অথবা অস্ত্রোপচার উভয়টি প্রয়োগ করা হয়ে থাকে ।[3][4][5] এ ক্ষেত্রে সাধারনত একজন চর্মরোগবিশেষজ্ঞ,[6] বা সার্জন ওষুধ অথবা সার্জারির মাধ্যমে রোগের চিকিৎসা প্রদান করে থাকে ।[2][7]
ইতিহাস
ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন ত্বকজনিত রোগের প্রভাব ও প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে । এদের মধ্যে কোনো কোনোটির চিকিৎসা করা সম্ভব হয়েছে আবার কখনও সম্ভব হয়নি । ১৮০১ সালে যেসময়টাতে প্রিন্ট করা বই(উইলিয়ানস ১৭৯৮- ১৮০৮) বা মানচিত্র(অ্যালবার্টস ১৮০৬-১৮১৪) পাওয়া যেতে শুরু করে, তখন প্যারিসের বিখ্যাত সেন্ট লুইস হাসপাতালে বহু কাঙ্খিত স্কুল অব ডার্মাটোলজি চালু হয় ।[8]
প্রশিক্ষণ
চর্মবিশেষজ্ঞ
আমেরিকা
ডাক্তারি ডিগ্রি (এম.ডি. বা ডি.ও.)অর্জন করার পর একজন সাধারণ চর্মরোগবিশেষজ্ঞ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আমেরিকান একাডেমী অব ডার্মাটোলজি হতে বোর্ড সার্টিফিকেশন লাভ করতে হয় । আমেরিকান বোর্ড অব ডার্মাটোলজি বা আমেরিকান অস্টিওপ্যাথিক বোর্ড প্রশিক্ষনটি চার বছর মেয়াদের হয়ে থাকে । প্রশিক্ষণটি এক বছরের প্রারম্ভিক মেডিকেল অথবা সার্জিক্যাল ইন্টার্নশীপ এবং তিন বছরের ডার্মাটোলজি স্টাডি অন্তর্ভূক্ত করে থাকে ।[2][9][10] গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে একজন চর্মরোগবিশেষজ্ঞ রেসিডেন্সি লাভ অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে পরিগণিত হয়েছে ।[11][12][13]
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে, একজন চর্মরোগবিশেষজ্ঞ হচ্ছেন একজন যোগ্যতাসম্পন্ন মেডিক্যাল প্রাকটিশনার যিনি মেডিসিনে বিশেষজ্ঞ এবং ডার্মাটোলজিতে একজন উপ-বিশেষজ্ঞ । প্রশিক্ষন পদ্ধতি নিন্মরূপ:
-পাঁচ বছরের এমবিবিএস, এমবিবিসিএইচ অথবা এমবি, বিসিএইসআইআর ।
-একবছরের ফাউন্ডেশন কোর্স(পুরোপুরি একজন মেডিকেল প্রাকটিশনার হওয়ার পূর্বে) ।
-সাধারন মেডিসিনের উপর দুই থেকে তিন বছরের প্রশিক্ষন(২ কিংবা ৩ অথবা তার অধিক সময়ের ফাউন্ডেশন কোর্স), মেডিসিনে উচ্চতর ডিগ্রী অর্জনের মাধ্যমে রয়াল কলেজ অব ফিজিশিয়ানস এর সদস্য হতে হয় ।
-প্রশিক্ষন শেষ হওয়ার পূর্বে ডার্মাটোলজির উপরে স্পেশালিটি সার্টিফিকেট এগজামিনেশন(এসসিই) পাশ করতে হয় ।
-চার বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর একজন সর্বজনস্বীকৃত চর্মরোগবিশেষজ্ঞ হতে পারেন ।
থেরাপি
চর্মরোগবিশেষজ্ঞগণ দ্বারা বিভিন্ন রকমের থেরাপি প্রদান করা হয়ে থাকে । এর মধ্যে নিন্মোক্ত থেরাপিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য:
- কসমেটিক ফিলার ইঞ্জেকশনস
- লেসার অথবা অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে হেয়ার রিমুভ করা ।
- চুল প্রতিস্থাপন- যা অনেক চর্মবিশেষজ্ঞ করে থাকেন ।
- ইন্ট্রালেজিওনাল ট্রিটমেন্ট-স্টেরয়েড অথবা কেমোথেরাপি দ্বারা ।
- লেজার থেরাপি - জন্ম দাগ, ত্বকের দাগ (ফুটকির মত), উলকি অপসারণ এবং ভাঁজ পড়া চামড়ার চিকিৎসায় ।
- ফোটোডাইনামিক থেরাপি- ত্বক ক্যান্সার এবং ক্যান্সারের লক্ষনজনিত চিকিৎসায় ।
- ফোটো থেরাপি- ন্যারো ব্যান্ড এর ইউভিবি(UVB), ব্রডব্যান্ড ইউভিবি(UVB), সোরাল্যান ও ইউভিবি(UVB) ব্যবহারের মাধ্যমে ।
- লেসারের মাধ্যমে উলকি অপসারণ ।
- টিউম্যাসেন্ট লিপোসাকশান- লিপোসাকশান একজন স্ত্রীরোগবিশারদ দ্বারা আবিষ্কৃত হয় । একটি চর্মবিশেষজ্ঞ (ডাঃ জেফ্রি এ ক্লেইন) লিপোসাকশন পদ্ধতি কাজে লাগিয়ে চর্মরোগের চিকিৎসা পদ্ধতিতে একটি নতুন সংযোজন করেন । পদ্ধতিটি বর্তমানে বিভিন্ন চর্মরোগবিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন এবং স্ত্রীরোগবিশেষজ্ঞগণ দ্বারা বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে ।[14]
- ক্রায়োসার্জারি- আঁচিল, ত্বক ক্যান্সার ইত্যাদি ত্বকজনিত সমস্যার চিকিৎসায় এ পদ্ধতিটি ব্যবহৃত হয় ।
- রেডিয়েশন থেরাপি- যদিও পদ্ধতিটি চর্মরোগের ডাক্তারদের দ্বারা বহুলভাবে ব্যবহৃত হয়না, তবে কিছু কিছু ডাক্তার তাদের রোগীদের চিকিৎসার জন্য রেডিয়েশন থেরাপি ব্যবহার করে থাকেন ।
- ভিটিলিগো সার্জারি- অটোলোগাস মেলানোসাইট প্রতিস্থাপন, স্তন্যপান ফোস্কা গ্রাফটিং এবং পাঞ্চ গ্রাফটিং ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ।
- এলার্জি টেস্টিং- স্পর্শজনিত চর্মরোগের ক্ষেত্রে ‘প্যাচ টেস্টিং’ এর মাধ্যমে ।
- সিস্টেম থেরাপি-অ্যান্টিবায়োটিক, ইমিউলোমডিউলেটার, এবং নভেল ইনজেকশন পণ্য ব্যবহারের মাধ্যমে ।
- প্রসঙ্গজনিত থেরাপি- এছাড়াও চর্মরোগের ডাক্তারগণ রোগীর রোগ বৃত্তান্ত এবং রোগের ধরন অনুসারে বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে চর্মরোগের চিকিৎসা করে থাকেন ।
এনাটমিক থেরাপিউটিক ক্যামিকাল ক্লাসিফিকেশান সিস্টেম দ্বারা, বিশেষভাবে এটিসি কোড ডি এর উপর ভিত্তি করে অধিকাংশ ত্বকজনিত সমস্যায় ব্যবহৃত ওষুধগুলোকে শ্রেণিবদ্ধকরণ করা যায় ।
তথ্যসূত্র
- Random House Webster's Unabridged Dictionary. Random House, Inc. 2001. Page 537. আইএসবিএন ০-৩৭৫-৭২০২৬-X.
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- http://www.aocd.org/?page=DermProcedures
- "What is a dermatologist; what is dermatology. DermNet NZ"। Dermnetnz.org। ২০০৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- "What is a Dermatologist"। Dermcoll.asn.au। ২৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- Chua, Shunjie। "Dermatology is not just aesthetics"। The Chroincle। Duke University। ১৯ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- http://www.aad.org
- Freedberg, et al. (2003). Fitzpatrick's Dermatology in General Medicine. (6th ed.). McGraw-Hill Professional. Page 3. আইএসবিএন ০-০৭-১৩৮০৭৬-০.
- "American Board of Dermatology"। Abderm.org। ১০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- Creative Innovations। "American Osteopathic College of Dermatology - Qualifications Overview"। Aocd.org। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- Wu JJ; Tyring SK। ""...has been the most competitive of all specialties for at least the last 5-6 years." This is confirmed by data from the electronic residency application service (ERAS)."। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- Wu JJ; Ramirez CC; Alonso CA; ও অন্যান্য। ""Dermatology continues to be the most competitive residency to enter..." Arch Dermatol. 2006;142:845-850."। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- Singer, Natasha (২০০৮-০৩-১৯)। "For Top Medical Students, an Attractive Field"। The New York Times। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- "Liposuction - Who Invented Liposuction?"। Inventors.about.com। ২০১২-০৪-০৯। ২০০৮-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।