তুরের যুদ্ধ

তুরের যুদ্ধ ৭৩২ সালে দক্ষিণ ফ্রান্সের তুর ও পোয়াতিয়ে শহরের কাছে ফ্রাংক ও বুর্গুন্দীয় সেনাদের সাথে আরব উমাইয়াহ খিলাফতের সেনাদের যুদ্ধ। যুদ্ধে ফ্রাংকরা জয়লাভ করে এবং এর ফলে পশ্চিম ইউরোপে মুসলমানদের অগ্রযাত্রা ব্যহত হয়। এটি ছিল এক অর্থে ইউরোপের প্রাণকেন্দ্রের বেশ কাছে মুসলমান ও খ্রিস্টানদের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। অনেক ইতিহাসবিদ এই যুদ্ধের ফলাফলকে ইউরোপের খ্রিস্টানদের জন্য এক যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেন। তাদের মতে এই যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হলে গোটা ইউরোপের ইসলামীকরণের সম্ভাবনা ছিল এবং তা হলে ইউরোপের ইতিহাসই পালটে যেত। আবার কেউ কেউ মনে করেন মুসলমানরা ইউরোপের জন্য এত বড় হুমকি ছিল না এবং এই যুদ্ধের ফলাফল কেবল পশ্চিম ইউরোপের শক্তিশালী ক্যারোলঙ্গীয় ফ্রাংক রাজবংশের ক্ষমতা ও প্রতিপত্তি নির্দেশ করে।

তুরের যুদ্ধ
মূল যুদ্ধ: ইসলামের বিজয়সমূহ

Charles de Steuben's Bataille de Poitiers en Octobre 732 depicts a triumphant Charles Martel (mounted) facing ‘Abdul Rahman Al Ghafiqi (right) at the Battle of Tours.
তারিখ১০ই অক্টোবর, ৭৩২
অবস্থানফ্রান্সের তুর শহরের কাছে
ফলাফল ফ্রাংক জাতির সুস্পষ্ট বিজয়
যুধ্যমান পক্ষ
ক্যারোলিঙ্গীয় ফ্রাংক জাতি উমাইয়ীয় খিলাফত
সেনাধিপতি
শার্ল মার্তেল আবদুল রাহমান আল গাদাফি 
শক্তি

আবদুল রাহমানের সেনাবাহিনী অপেক্ষা বড়

(The chronicle of 754).[1]
Unknown, but the earliest Muslim sources, still after the era of the battle [2] mention a figure of 80,000
হতাহত ও ক্ষয়ক্ষতি
Unknown; 1,500 reported in early Christian chronicles. Unknown, but possibly between 10,000 and 12,000; notably Abdul Rahman Al Ghafiqi[3]

এই যুদ্ধে বিজয়ের পরে ফ্রাংকেরা মুসলমানদের ফ্রান্সের বাইরে আরও দক্ষিণে স্পেনে হটিয়ে দেয়।

তথ্যসূত্র

  1. Conquerors and Chroniclers of Early Medieval Spain, Translated with notes and introduction by KENNETH BAXTER WOLF.
  2. The earliest Muslim source for this campaign is the Futūh Miṣr of Ibn ʻAbd al-Ḥakam (c. 803-71) — see Watson, 1993 and Torrey, 1922.
  3. Hanson, 2001, p. 141.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.