তুম হি হো

"তুম হি হো" (হিন্দি: तुम ही हो; ইংরেজি: You are the one) হলো ভারতীয় ব্লকবাস্টার ছবি আশিকি ২ এর একটি গান।গানটি গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং এবং গানটির সুরকার মিথুন শর্মা।গানটি এমটিভি ইন্ডিয়া তে ৭ সপ্তাহ ধরে সেরা ২০ এ ছিল,গানটির দৈর্ঘ্য ৪ মিনিট ২২ সেকেন্ড।

"তুম হি হো"
আশিকি ২ অ্যালবাম থেকে
অরিজিৎ সিং & পলক মুছল কর্তৃক সঙ্গীত
ভাষাহিন্দি
মুক্তিপ্রাপ্ত১৬ মার্চ ২০১৩ (2013-03-16)
রেকর্ডকৃত২০১৩
ধারারোমান্টিক
দৈর্ঘ্য:২২
লেবেলটি-সিরিজ
গান লেখকমিথুন শর্মা
সঙ্গীত রচয়িতামিথুন শর্মা

মুক্তি

গানটি ১৬ই মার্চ,২০১৩ সালে মুক্তি পায় এবং দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।ইউটিউব এ গানটির প্রচার করা হয়।

সাফল্য এবং প্রভাব

গানটি ইউটিউব এ ছাড়ার পর থেকে এটি প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ দেখে যা গানটির প্রচারে ব্যাপক ভূমিকা রাখে।[1] এই গানটির জনপ্রিয়তার জন্য এটি বিভিন্ন সংস্করনে ছাড়া হয়।মূলত এই গানটির কারণে আশিকি ২ বক্স অফিসে কোটিরও বেশি রুপি আয় করে।গানটি বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডে সেরা এন্টারটেইনিং গানের অ্যাওয়ার্ড জেতে।[2]

তালিকায় স্থান

তুম হি হো অনেক সপ্তাহ ধরেই ইন্ডিয়ার সেরা গানের তালিকায় ছিল।[3]

অন্য সংস্করন

পলক মুছল এর সাথে গানটির আরেক সংস্করন মেরি আশিকি বের করা হয়।

তথ্যসূত্র

  1. Sharma, Sarika (৪ এপ্রিল ২০১৩)। "Tum Hi Ho from Aashiqui 2 a hit on YouTube with over 1.85 mln+ views in 10 days"The Indian Express। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৩
  2. "Big Star Entertainment Awards Winner List"। Pinkvilla। ২০১৩-১২-১৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২০
  3. "Aashiqui 2 tops the charts as Tum Hi Ho becomes love anthem of the year"। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.