তিরুচিরাপল্লী

তিরুচিরাপল্লী(তামিল: திருச்சிராப்பள்ளி, প্রতিবর্ণী. তিরুচ্চিরাপ্পল়্ল়ি) হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর।শহরটি জনসংখ্যার হিসাবে তামিলনাড়ু চতুর্থ বৃহত্তম মহানগর এবং ভারতের মধ্য ৫৩ তম বৃহত্ত মহানগর।শহরটি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ৩২২ কিলোমিটার দক্ষিণ ও কন্যাকুমারী থেকে ৩৭৯ কিলোমিটার উত্তরে অবস্থিত।

তিরুচিরাপল্লী
শহর/মহানগর
ডাকনাম: রকফোর্ট সিটি
তিরুচিরাপল্লী
স্থানাঙ্ক: ১০.৪৮° উত্তর ৭৮.৪১° পূর্ব / 10.48; 78.41
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
অঞ্চলচোলনাড়ু
জেলাতিরুচিরাপল্লী জেলা
আয়তন
  শহর/মহানগর১৬৭.২৩ কিমি (৬৪.৫৭ বর্গমাইল)
  মহানগর১৯৮.৫৫ কিমি (৭৬.৬৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  শহর/মহানগর৮,৪৭,৩৮৭
  মহানগর১০,২২,৫১৮

ইতিহাস

শহরটি ২,৫০০ বছর পূর্বে গড়ে উঠেছিল।[1] শহরটির নির্মাণ হয় চোল সাম্রাজ্যের অধিনে।

ভূগোল

তিরুচিরাপল্লী ১০.৪৮ উত্তর ও ৭৮.৪১ দক্ষিণে অবস্থত।শহরটির উচ্চতা সমুদ্র সমতল থেকে ৮৮ মিটার।এটি কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত।

জনসংখ্যা

২০১১ সালের জনগননা অনুযায়ী তিরুচিরাপল্লী শহরের মোট জনসংখ্যা ৮,৪৭,৩৪৭ এবং বৃহত্তর তিরুচিরাপল্লী বা মহানগরের জনসংখ্যা ১০,২২,৫১৮ জন।শহরের মোট জনসংখ্যার ৯.৪ শতাংশের বয়স ০-৬ বছর।

শিক্ষা প্রতিষ্ঠান

ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থান

এই শহরে ২০১৩ সালে প্রতিষ্ঠিত ভারত সরকারের মানব সম্পদ বিভাগের অন্তর্গত রাজ্যের দ্বিতীয় ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থান, তিরুচিরাপল্লী অবস্থিত।

পরিবহন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পুরনো শহর সল্জবুর্গ"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.