তিরনইহাট ইউনিয়ন
তিরনইহাট ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউপি কার্যালয়টি ফকিরপাড়া গ্রামে অবস্থিত।
তিরনইহাট | |
---|---|
ইউনিয়ন | |
২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদ | |
![]() ![]() তিরনইহাট | |
স্থানাঙ্ক: ২৬.৫৬৭৩৮° উত্তর ৮৮.৩৮৩২৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেতুলিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: রফিকুল ইসলাম |
আয়তন | |
• মোট | ২০.৮২ কিমি২ (৮.০৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৫৩২ |
• জনঘনত্ব | ১২০০/কিমি২ (৩২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
প্রশাসনিক কাঠামো
তিরনইহাট ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীন। এটি জাতীয় সংসদের ১নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- রোশন পুর
- নাজিরাগছ
- প্রধান পাড়া
- ইসলাম বাগ
- গোয়াবাড়ী
- হাকিম পুর
- মন্ডল পাড়া
- বকশি পাড়া
- সোনাকান্দর
- যোগীগছ
- মুনিগছ
- চুটচুটিয়া গছ
- ব্রম্মোতোল
- পিঠা খাওয়া
- ঠুনঠুনিয়া
- ডেমগছ
- ডাংগা পাড়া
- ফকির পাড়া
- দগড় বাড়ী
- তিরনই
- খয়খাট পাড়া
- ধামনা গছ
- ইসলাম পুর
- বাবুয়ানী
জনসংখ্যা
জনসংখ্যা ২৫,৫৩২ জন।
শিক্ষা
এই ইউনিয়নে শিক্ষার হার ৭০%।
শিক্ষা প্রতিষ্ঠান
তিরনইহাট ইউনিয়নে ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি কলেজ আছে। এছাড়া এখানে ১টি মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসাসহ এতিমখানা, কিন্ডারগার্ডেন আছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:
- ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- শালবাহান দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়
- শালবাহান বিএম কলেজ
যোগাযোগ ব্যবস্থা
তিরনইহাট ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে ঢাকা- বাংলাবান্ধা ( এন-৫) জাতীয় মহাসড়ক। ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল প্রধান বাহন।
পর্যটন
তেতুলিয়া উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিনোদনের জায়গা রৌশনপুর আনন্দধারা এই তিরনইহাট ইউনিয়নে অবস্থিত। প্রতিদিন এখানে বিপুল পরিমান পর্যটক ভীড় করেন এর সৌন্দর্য উপভোগ করার জন্য।